চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর আপিলের রায় ঘোষণাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় জামায়াত-শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটালে পুলিশও পাল্টা টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।
বুধবার দুপুরে নবাবগঞ্জ উপজেলার নিমতলা মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় পুলিশ মনিরুল ইসলাম (২৫) নামে এক শিবিরকর্মীকে আটক করে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, ‘বুধবার দুপুর ২টার দিকে জামায়াত-শিবিরকর্মীরা নিমতলা মোড় এলাকা থেকে একটি মিছিল বের করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার একপর্যায়ে পুলিশ আট রাউন্ড টিয়ারশেল ও ৩৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে।’
এ ঘটনায় পুলিশ বালুবাগান মহল্লার তৈমুর রহমানের ছেলে মনিরুল ইসলামকে আটক করে বলে জানান তিনি।এদিকে, চাঁপাইনবাবগঞ্জের বারোঘরিয়ার চামাগ্রাম এলাকার একটি পেট্রোল পাম্পের পেছন থেকে র্যা ব-৫ এর একটি দল অভিযান চালিয়ে ২৩টি ককটেল উদ্ধার করেছে।
অন্যদিকে, মঙ্গলবার গভীর রাতে নাচোল পৌর জামায়াতের আমীরসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত হলেন- নাচোল উপজেলার মাদরাপাড়া মহল্লার মৃত জান মোহাম্মদ মণ্ডলের ছেলে খলিলুর রহমান (৫২) ও একই উপজেলার বেনীপুর গ্রামের আইনাল হকের ছেলে শিবিরকর্মী মোজাহিদ হাসান (১৯)।