ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সচিব বলে কথা!

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ১৭, ২০১৪ ১১:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

তদন্তে জালিয়াতির অভিযোগ প্রমাণ পাওয়া সত্ত্বেও সম্প্রতি ৫ সচিবের বিরুদ্ধে কোনো মামলা করেনি দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০০৪ সালে দুদক আইনে ৪২০ ধারাটি অন্তর্ভূক্ত হলেও মুক্তিযোদ্ধা সনদ জালিয়াতির ঘটনায় মামলা করেনি প্রতিষ্ঠানটি।
বুধবার দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের নিয়মিত মাসিক ব্রিফিংয়ে দুদক সচিব মাকসুদুল হাসান খানের কাছে সাংবাদিকরা প্রশ্ন করলে এর সঠিক কোনো জবাব দিতে পারেননি তিনি।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কমিশন যেটা ভালো মনে করেছে সেটাই করেছে।’517
৫ সচিব হলেন- মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের (ওএসডি) সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী, একই মন্ত্রণালয় থেকে ওএসডি হওয়া যুগ্ম-সচিব আবুল কাসেম তালুকদার, পাবলিক সার্ভিস কমিশনের সচিব একেএম আমির হোসেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সচিব নিয়াজউদ্দিন মিঞা ও প্রাইভেটাইজেশন কমিশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ে ব্যবস্থা নেয়ার সুপারিশের পাশাপাশি দুদক মামলা করতে পারেতা কি না এমন প্রশ্ন করলে সচিব বিষয়টি এড়িয়ে যান। তিনি বলেন, ‘আইন তার নিজের গতিতেই চলবে এবং দুদকের ওপরে এই বিষয়ে কোনো চাপ ছিল না। আর চাপ যদি থাকতোই তাহলে ৫ সচিবের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা যেতো না।’
নিয়মিত মসিক ব্রিফিংয়ে পদ্মাসেতুর বিষয়ে আবারো প্রশ্ন তুললে তিনি বলেন, ‘আমরা কোনো ধরনের শক্ত তথ্য উপাত্ত পাইনি। এ কারণেই ফাইনাল রিপোর্ট দিয়েছি।’
সাম্প্রতি বেশকিছু মন্ত্রী-এমপির দায়মুক্তির বিষয়ে তিনি বলেন, ‘আমাদের দুদকের অনুসন্ধানী টিম দীর্ঘদিন অনুসন্ধান করে কোনো ধরনের দুর্নীতির তথ্য পায়নি। এ কারণেই তাদের দায়মুক্তি দেয়া হয়েছে।’