ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

রিভিউ চলবে না: অ্যাটর্নি জেনারেল

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ১৭, ২০১৪ ১১:৩৭ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম বলেছেন, ‘যুদ্ধাপরাধের মামলা চলছে বিশেষ আইনে। এই আইনে রিভিউ চলে না। এর আগে কাদের মোল্লার পক্ষ থেকে রিভিউ পিটিশন (রায় পুনর্বিবেচনার আবেদন) করা হয়েছিল। কিন্তু তা ডিসমিস হয়ে যায়।’বুধবার আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর শাস্তি কমিয়ে ফাঁসির পরিবর্তে আমৃত্যু কারাদণ্ড দেন।mahbube-alamপ্রধান বিচারপতি মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চ আজ বুধবার  সকাল সাড়ে ১০টায় আসামি ও রাষ্ট্রপক্ষের করা আপিলের ওপর এই রায় দিয়েছেন।
বেঞ্চের অপর চার বিচারপতি হলেন- বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী।
এই রায়ের মধ্য দিয়ে মানবতাবিরোধী অপরাধের দুটি মামলা আপিল বিভাগে নিষ্পত্তি হল।
সংবাদ সম্মেলনে অ্যাটর্নি জেনারেল বলেন,  ‘আমার প্রত্যাশা ছিল মৃত্যুদণ্ড। কিন্তু তা না হওয়ায় আমার খারাপ লাগছে।’
তিনি বলেন, ‘সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে এই রায় দেয়া হয়েছে। রায়ের বৈশিষ্ট্য হলো- শারীরিক মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে জেলে থাকতে হবে।’