নিজস্ব প্রতিবেদক
‘বিএনপি-জামাতের তাণ্ডব: রক্তাক্ত বাংলাদেশ’ শীর্ষক ডিভিডির মোড়ক উন্মোচন অনুষ্ঠান ‘অনিবার্য কারণবশত’ স্থগিত ঘোষণা করা হয়েছে।
বুধবার বিকেলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপি-জামায়াত জোট সন্ত্রাসীদের হাতে সারাদেশে ২০১৩ সালে সংঘটিত দেশব্যাপী সহিসংতার ওপর ভিত্তি করে নির্মিত ডিভিডির মোড়ক উন্মোচন বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের উদ্যোগে আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে হওয়ার কথা ছিল। কিন্তু এই অনুষ্ঠানটি অনিবার্য কারণবশত স্থগিত ঘোষণা করা হয়েছে।
পরবর্তীতে এ অনুষ্ঠানের সময়, তারিখ ও স্থান জানানো হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।