ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ঢাবির খ ইউনিটের প্রশ্ন কাঠামোয় পরিবর্তন

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ১৭, ২০১৪ ১১:৫৮ পূর্বাহ্ণ
Link Copied!

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মানবিক বিভাগের অধীনে খ ইউনিটের ২০১৪-১৫ সেশনের সম্মান প্রথম বর্ষে ভার্তি পরীক্ষার প্রশ্ন কাঠামোয় পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
আগমী ১৯ সেপ্টেম্বর সকাল ১০-১১টায় এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।Dabi
খ ইউনিটের ভর্তি পরীক্ষা সমন্বয়কারী ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. সদরুল আমিন বিষয়টি মঙ্গলবার বিকালে তাৎক্ষনিক সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি জানান, ‘উত্তরপত্রে ইংরেজি, বাংলা, ঐচ্ছিক ইংরেজি (ইলেকটিভ ইংলিশ), সাধারণ জ্ঞান-১ এবং সাধারণ জ্ঞান-২ এই পাঁচটি অংশ থাকবে। একজন পরীক্ষার্থীকে এই ৫টি অংশের মধ্যে যে কোনো ৪টি অংশের উত্তর দিতে হবে।’ যদি কোনো পরীক্ষার্থী সবগুলো ‍উত্তর দেন তাহলে তার খাতা বাতিল হবে বলেও তিনি জানিয়েছেন।
তিনি আরও জানান, আগের নিয়মে মাতৃভাষা হিসেবে যারা বাংলা পড়েনি তাদেরকে কেবল ঐচ্ছিক ইংরেজির উত্তর দিতে হতো। কিন্তু এবারের পরীক্ষায় অংশ নেয়া যেসব শিক্ষার্থী ইংরেজি বিভাগে ভর্তি হতে আগ্রহী তাদেরকে বাধ্যতামূলকভাবে ঐচ্ছিক ইংরেজির উত্তর করতে হবে। এক্ষেত্রে ঐচ্ছিক ইংরেজির উত্তর দিতে চাইলে সংশ্লিষ্ট বৃত্তটি ভরাট করতে হবে বলেও তিনি জানান।
এছাড়াও তিনি আরও জানান, কোনো পরিক্ষার্থী যদি পরিক্ষা কেন্দ্রে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস নিয়ে ঢোকার চেষ্ঠা করে তাকে পরিক্ষা দিতে দেয়া হবে না।