ঢাকাবুধবার , ১৭ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

২৮ সেপ্টেম্বর আসছে ২৪ হাজার কোটি টাকার নতুন নোট

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ১৭, ২০১৪ ১২:০৭ অপরাহ্ণ
Link Copied!

অর্থনৈতিক প্রতিবেদক

আসন্ন ঈদ উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২৪ হাজার কোটি টাকার নতুন নোট ছাড়বে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে এই নতুন নোট ছাড়া হবে। আগামী ২৮ সেপ্টেম্বর থেকে এ নতুন নোট সংগ্রহ করা যাবে। বিতরণ চলবে ২ অক্টোবর পর্যন্ত। আর একজন নিতে পারবেন সর্বোচ্চ বিভিন্ন মানের ৫ হাজার টাকা।New-Takaঅন্যান্য সময়ের মতই রাজধানীর বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ২০টি এবং বিভাগীয় শহরগুলোর ২৭টি শাখায় এ নতুন টাকা পাওয়া যাবে।
একই সঙ্গে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসে নতুন টাকা বিতরণের জন্য ৪টি কাউন্টার খোলা হচ্ছে। এর মধ্যে একটি থাকবে গুরুত্বপূর্ণ ব্যক্তি, সরকারি চাকরিজীবী, বৃদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা এবং বয়স্কদের জন্য।
রাজধানীতে যেসব শাখায় এই নতুন নোট বিতরণের জন্য বিশেষ কাউন্টার খোলা হচ্ছে সেগুলো হলো- পূবালী ব্যাংকের সদরঘাট শাখা, ন্যাশনাল ব্যাংকের যাত্রাবাড়ী শাখা, জনতা ব্যাংকের নিউমার্কেট শাখা ও আব্দুল গণি রোড করপোরেট শাখা, অগ্রণী ব্যাংকের এলিফ্যান্টরোড শাখা, মার্কেন্টাইল ব্যাংকের বনানী শাখা, প্রাইম ব্যাংকের মৌচাক শাখা ও মিরপুর শাখা, সাউথইস্ট ব্যাংকের কারওয়ান বাজার শাখা, স্যোশাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা সিটি মার্কেট শাখা, উত্তরা ব্যাংকের চকবাজার শাখা, সোনালী ব্যাংকের রমনা শাখা, ওয়ান ব্যাংকের বাসাবো শাখা, আইএফআইসি ব্যাংকের গুলশান শাখা, ডাচ্-বাংলা ব্যাংকের এসএমই অ্যান্ড এগ্রিকালচার ইউনিট দক্ষিণখান শাখা, ব্যাংক এশিয়ার ধানমন্ডি শাখা, ইসলামী ব্যাংকের শ্যামলী শাখা, ঢাকা ব্যাংকের উত্তরা শাখা, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের মোহাম্মাদপুর শাখা এবং রূপালী ব্যাংকের মহাখালী শাখা।
এছাড়া চট্টগ্রাম, খুলনা ও সিলেটে বিভিন্ন ব্যাংকের ৫টি করে শাখায় এবং রংপুর, বগুড়া, রাজশাহী ও বরিশালে ৩টি করে শাখায় একই ব্যবস্থায় নতুন নোট সরবরাহ করা হবে।
এসব শাখা থেকে বিশেষ ব্যবস্থায় নতুন নোট দেয়া হবে। এর পাশাপাশি ব্যবসায়ীরা খুচরা নোট চাইলে এসব শাখাসহ যেকোন ব্যাংক শাখা থেকে নিতে পারবেন।
সাধারণত ঈদের আগে নতুন নোটের চাহিদা বাড়ে, বাড়ে খুচরা নোটের চাহিদাও। বাংলাদেশ ব্যাংক এই চাহিদা মেটাতে প্রতি বছর বাজারে নতুন নোট সরবরাহ করে থাকে।
এ প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি অফিসার (মহাব্যবস্থাপক) জোয়ারদার ইসমাইল হোসেন বলেন, ‘ঈদে মানুষের নতুন নোটের চাহিদা মেটাতে ২৪ হাজার কোটি টাকা মুল্যের বিভিন্ন নোট ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এজন্য রাজধানীতে ২০টি এবং বাইরে বিভিন্ন বিভাগীয় শহরে ২৭টি ব্যাংকের শাখায় বিশেষ ব্যবস্থায় নোট বিতরণের ব্যবস্থা করা হয়েছে। এসব শাখায় প্রতিদিন ১১ লাখ নতুন টাকা সরবরাহ করা হবে।’
রোজার ঈদে যেসব শাখায় নতুন টাকা সরবরাহ করা হয়েছে এবারও সেসব শাখায় নতুন টাকা পাওয়া যাবে। এর ফলে গ্রাহকের ভোগান্তি কমবে বলে মনে করেন তিনি।
জাল নোট প্রতিরোধে প্রতিটি নোট যাচাই করে গ্রাহকদের দেয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।