নিজস্ব প্রতিবেদক
জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর শাস্তি কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের রায় প্রত্যাখ্যান করে আগামী শুক্রবার শাহবাগে গণসমাবেশের ডাক দিয়েছে গণজাগরণ মঞ্চ।
বুধবার দুপুরে আপিলের রায়ের পর শাহবাগে অবস্থান নেয় আন্দোলনকারীরা। পুলিশ তাদের হটিয়ে দেয়ার পর বিকেলে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
পুলিশের কাঁদানে গ্যাসে আহত মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার উপস্থিত থাকতে না পারায় ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিনীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা করেন ব্লগার আরিফ জেবতিক।
মঞ্চের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- বুধবার রাত ১০টা পর্যন্ত শাহবাগে অবস্থান এবং বৃহস্পতিবার বিকেল ৪টায় শাহবাগসহ সারা দেশে বিক্ষোভ সমাবেশ।
গণজাগরণ মঞ্চ তাদের ওপর পুলিশি হামলার প্রতিবাদও জানিয়েছে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাঈদীর আপিলের রায়ে সাজা কমিয়ে রায় ঘোষণা করা হলে দুপুরে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছিল গণজাগরণ মঞ্চের কর্মীরা। এর এক পর্যায়ে তাদের ওপর চড়াও হয় পুলিশ। এতে মঞ্চের মুখপাত্র ইমরানসহ কয়েকজন কর্মী আহত হন।