ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

হরতাল ডেকে মাঠে নেই জামায়াত

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ১৮, ২০১৪ ৬:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

Roadহরতাল ডেকে জামায়াতের কর্মীরা মাঠে না থাকায় যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক :

দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা হরতালের প্রথম দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অলস সময় পার করছে।

হরতালে জামায়াত-শিবিরের কোনো তৎপরতা না থাকায় পুলিশ ও র‌্যাবসহ নিরাপত্তার দায়িত্বে থাকা অন্যান্য বাহিনীর সদস্যদের রাস্তার মোড়ে মোড়ে বসে থাকতে দেখা গেছে।

বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত রাজধানীর মালিবাগ, রামপুরা, বাড্ডা, গুলশান, বনানী, মহাখালী ও তেজগাঁও এলাকা ঘুরে কোথায়ও হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের মিছিল চোখে পড়েনি।
তবে হরতাল প্রতিরোধে সরকারদলীয় নেতা-কর্মীদের রাজধানীর বিভিন্ন পয়েন্টে অবস্থান নিতে দেখা গেছে।
বেশ কয়েক জায়গায় পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে, সকাল থেকে কোনো মিছিল কিংবা কোনো ধরনের পিকেটিং তাদের চোখে পড়েনি।
এ বিষয়ে রামপুরা থানার এসআই আমিনুল বলেন, ‘সকাল থেকে দায়িত্ব পালন করে যাচ্ছি। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এমনকি কোনো মিছিলের সংবাদও পাওয়া যায়নি। রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।’
সরেজমিন ওই সব এলাকা ঘুরে দেখা গেছে, কিছু দোকানপাট খোলা রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় যানবাহন চলাচলও বাড়তে থাকে। তবে প্রাইভেট গাড়ি চলতে দেখা যায়নি।

কথা হয় এক সিএনজিচালিত অটোরিকশার চালকের নূরুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ‘পেটের দায়ে হরতালের মধ্যেও গাড়ি নিয়ে বের হয়েছি। তবে হরতাল হলেও স্বাভাবিকভাবে গাড়ি চালাচ্ছি। এখন পর্যন্ত সাড়ে ৪০০ টাকার মতো আয় করেছি। পথে কোথাও কোনো সমস্যা হয়নি।’
প্রথম দফায় বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা হরতাল শুরু হয়েছে। এ ছাড়া দ্বিতীয় দফায় রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত এ হরতাল চলবে।

গতকাল মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু কারাদণ্ডাদেশ দেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

এ রায়ের পর দলটির পক্ষ থেকে ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এক বিবৃতিতে বৃহস্পতিবার ও রোববার সারা দেশে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দেন।