স্পোর্টস ডেস্ক
তেইশ বছর আগে ১৯৯২ সালে অস্ট্রেলিয়া থেকে বিশ্বকাপ ট্রফি জিতে বীরের বেশে পাকিস্তান ফিরেছিলেন ইমরান খান। এবার আরেকটি বিশ্বকাপে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে যাওয়ার আগে পাকিস্তান অধিনায়ক মিসবাহ-উল-হক জানাচ্ছেন, কীভাবে বিশ্বকাপ জেতা যায় সেই টোটকা নেবেন কিংবদন্তি ইমরানের কাছ থেকে, ‘ইমরান ভাইয়ের কাছে গিয়ে জানতে চাইবো ১৯৯২ সালের সাফল্য ফিরিয়ে আনতে আমাদের অস্ট্রেলিয়ায় কী কী করা দরকার।’
সেবার মূলত তরুণদের নিয়ে ক্রিকেট দুনিয়াকে অবাক করে বিশ্বকাপ জিতেছিলেন ইমরান। তার দলে ছিলেন ওয়াসিম আকরাম, ইনজামাম-উল-হক, সেলিম মালিকদের মতো তরুণরা। সেই দলের টিম স্পিরিটও ছিল দুর্দান্ত। যেটা এখনো সবার মুখে মুখে।
মিসবাহ বলেন, ‘ইমরান খানের পরামর্শ এবার আমাদের আরো বেশি অপরিহার্য। কারণ অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে ৯২-এ ওনার নেতৃত্বে পাকিস্তানের বিশ্বকাপ জয়ের পেছনে অসাধারণ টিম স্পিরিটের কথা সবাই এখনো বলাবলি করে।’
তবে প্রাক্তন অধিনায়ক ইমরান খান এখন ক্রিকেটের চেয়ে অনেক বেশি দূরে। তিনি এখন পাকিস্তানের বিরোধীদলীয় নেতা। তার দল তেহরিক-ই-ইনসাফ গতবার সাধারণ নির্বাচনে বড় প্রভাব ফেলেছিল। সম্প্রতি প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের পদত্যাগ চেয়ে বিক্ষোভে নেতৃত্বও দিয়েছেন ইমরান। বলা চলে পুরোদস্তুর রাজনীতিবীদের খাতায় নাম লেখিয়েছেন এই কিংবদন্তি। তবুও মিসবাহর আশা সবকিছু পেছনে ফেলে দেশের স্বার্থে পাকিস্তান দলকে টিপস দেবেন ইমরান। ‘ক্রিকেট নিয়ে ওনার জ্ঞান অসাধারণ। বিশ্বকাপে যাওয়ার আগে আমি ওনার কাছ থেকে পরামর্শ নেব। চাইবো উনি আমাদের দলকে নির্দেশনা দিন।’ -বলেছেন মিসবাহ।