স্পোর্টস ডেস্ক
না, ফের লিওনেল মেসি-নেইমার রসায়ন জ্বলে ওঠেনি। গোল পায়নি আর্জেন্টিনা-ব্রাজিলের এই তারকা জুটি। ফলে অনুমিতভাবেই মন জুড়ানো ফুটবল উপহার দিতে পারেনি বার্সেলোনাও। অবশ্য তারপরও বুধবার চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে সাইপ্রাসের দল এপোয়েল নিকোশিয়ার বিপক্ষে জেরার্ড পিকের একমাত্র গোলে ১-০ ব্যবধানে জয় পেয়েছে বার্সা।
স্প্যানিশ লা লিগার সর্বশেষ ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ত্রাস হয়ে দেখা দিয়েছিলেন মেসি-নেইমার জুটি। সেদিন কাতালনদের পক্ষে দুটি গোল করেছিলেন নেইমার, যখন উভয় ক্ষেত্রেই সেই দুই লক্ষ্যভেদের কারিগর ছিলেন ফুটবলের ক্ষুদে যাদুকর। সেজন্য নিকোশিয়া ম্যাচকে ঘিরে বার্সা সমর্থকদের মনে আলাদা একটা উদ্দিপনা কাজ করছিল। সবাই বার্সেলোনার জয়কে প্রত্যাশিত তো মনে করছিলই, সাথে এরকমও ভাবছিল এদিন নিকোশিয়ার জালে কতবার বল জড়ায়! কিন্তু বাস্তবে তেমন কিছু হয়নি। এপোয়েল নিকোশিয়ার অতি রক্ষণাত্মক নীতি ও সতর্ক পদক্ষেপে এক গোলের জয় নিয়েই মাঠ ছাড়তে হয়েছে লুইস এনরিকের প্রশিক্ষণাধীন দলকে।
এদিন তুলনামমূলক সহজ প্রতিপক্ষ পেয়ে নিজের রিজার্ভ বেঞ্চটাকে একটু বাজিয়ে দেখতে চেয়েছিলেন এনরিকে। তাই ন্যু ক্যাম্পে এদিন সেরা একাদশে জায়গা মেলেনি ইভান রাকিটিচ, আন্দ্রেস ইনিয়েস্তা, রাফিনহা কিংবা ক্লদিও ব্রাভোর। এই চতুষ্টকের বদলে প্রথম একাদশে সুযোগ হয় আদ্রিয়ানো, জাভি হার্নান্দেজ, সার্জিও স্যাম্পার ও সার্জিও রবার্তোর। আর ডিফেন্সে সুযোগ পান মার্ক বার্তা। তবে এতোগুলো বদলে বার্সার ছন্দটাও যেন একটু ফ্যাকাশে হয়ে যায়। সেজন্য ৭৩ শতাংশ বলের নিয়ন্ত্রণ কিংবা প্রতিপক্ষের গোলবারে ১৫টি শট নিয়েও মাত্র একবার উল্লাসের সুযোগ মেলে স্প্যানিশ জায়ান্ট দলটির। খেলার ২৮ মিনিটে জেরার্ড পিকের হেডার থাকে আসে সেই মুহূর্তটি। যখন মেসির নেয়া ফ্রি-কিকে মাথা ছোঁয়ান স্প্যানিশ সেন্টারব্যাক।
দিনের অন্য ম্যাচে জেরোম বোয়েটাংয়ের ৯০ মিনিটের গোলে সফরকারী ম্যানচেস্টার সিটিকে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। তাছাড়া সিএসকেএ মস্কোকে ৫-১ ব্যবধানে হারিয়েছে রোমা, বাতে বারিসভকে ৬-০ ব্যবধানে হারিয়েছে পোর্তো, স্পোটিং ১-১ ব্যবধানে ড্র করেছে মারিবোর বিপক্ষে, স্টামফোর্ড ব্রিজে চেলসি হোঁচট খেয়েছে শালকে জিরো ফোরের বিপক্ষে। জার্মান দলটির বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র করেছে ব্লুজরা। অ্যাথলেটিক শাখতার দোনেস্ক ও আয়াক্স পিএসজি ম্যাচও ছিল নিস্ফলা।