স্পোর্টস ডেস্ক
বলিউড তারকা প্রীতি জিনতার দল কিংস ইলেভেন পাঞ্জাব এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল খেলেছিল শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে। পুরো টুর্নামেন্টে গ্লেন ম্যাক্সওয়েল-ডেভিড মিলার আর বিরেন্দ্র শেবাগদের সৌজন্যে দুর্দান্ত খেলা পাঞ্জাবকে ফাইনালে হতাশায় পোড়ায় নাইট রাইডার্স।
এবার তাদের সামনে সুযোগ চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টিতে সেই হতাশা মোচনের। সেই লক্ষ্যে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সাড়ে ৮টায় ময়দানী লড়াইয়ে নেমে পড়ছে দলটি। যেখানে তাদের প্রথম প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট বিগ ব্যাশের দল হোবার্ট হ্যারিকেনস।
এই দলে আছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক। দারুন ফর্মে থাকা এই অলরাউন্ডার ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) করেছেন দ্বিতীয় সর্বোচ্চ রান। তাছাড়া মাঠে সমর্থনও ভালোই পাবেন মালিক। কারণ তিনি যে ভারতেরই জামাই।