ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

শিল্পী সমিতি শাকিবের পৈতৃক সম্পত্তি নয়: রুবেল

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ১৮, ২০১৪ ১০:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

rubel-sakibবিনোদন ডেস্ক

চলচ্চিত্র শিল্পীদের কল্যাণের জন্য গঠিত হয়েছিলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি। দীর্ঘদিনের পথচলায় আজ তা অচল হয়ে পড়েছে বলেই মনে করছেন চলচ্চিত্র শিল্পীদের অনেকেই। কারণ ২০১৩ সালের ২৬ মে শাকিব খান ও মিশা সওদাগর প্যানেলের মেয়াদ শেষ হলেও, নতুন কমিটি গঠনের জন্যে নির্বাচন অনুষ্ঠানের তাগাদা অনুভব করছে না সংগঠনটির একশ্রেণীর শিল্পী।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গঠনতন্ত্র অনুযায়ী কমিটির মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু কমিটির মেয়াদ পূর্তির দেড় বছরেও দুই দফায় তারিখ ঘোষণা ছাড়া আর কিছুই করতে পারেননি প্রধান নির্বাচন কমিশনার এবং শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি আহমেদ শরীফ। নির্বাচন অুনষ্ঠানের বিষয়ে জানার জন্যে তার মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
এদিকে প্রথম দফায় গত ৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও, এফডিসির প্রয়োজনীয় অনুমতি না পাওয়ায় নির্বাচন স্থগিত করা হয়। এ বিষয়ে এফডিসির তৎকালীন ব্যবস্থাপনা পরিচালক পীযুষ বন্দ্যোপাধ্যায়ের যুক্তি ছিলো জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশে রাজনৈতিক অস্থিরতা চলছে। তাই এই মুহুর্তে শিল্পী সমিতির নির্বাচনের আয়োজন করা সম্ভব নয়।
দ্বিতীয় দফায় ২৮ মার্চ নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও, তা কয়েকদিন পিছিয়ে ১১ এপ্রিল করা হয়। কিন্তু শিল্পী সমিতির ৬০ জন সাধারণ সদস্যকে আজীবন সদস্য করায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির পূর্ণ সদস্য মিজানুর রহমান নির্বাচন কমিশনের কাছে একটি অভিযোগ দাখিল করেন। যার প্রেক্ষিতে গত ১৮ মার্চ অনির্দিষ্টকালের জন্য নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশনার আহমেদ শরিফ।
মিজানুর রহমানের অভিযোগ, ‘বর্তমান প্যানেল গঠনতন্ত্র অনুযায়ী আজীবন সদস্যপদের নিয়ম লঙ্ঘন করেছে। গঠনতন্ত্র বহির্ভূত অবৈধ নির্বাচন বাতিলেরও আবেদন জানান তিনি।’
স্থগিত হওয়া নির্বাচনের সভাপতি প্রার্থী চিত্রনায়ক রুবেলকে এ বিষয়ে প্রশ্ন করতেই তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়েন, ‘আপনাদের (সাংবাদিকদের) কি সৎ সাহস আছে, শাকিব খানকে এ বিষয়ে প্রশ্ন করার? যদি থেকে থাকে তবে সবকিছুর উত্তর পেয়ে যাবেন।’
এ সময় শিল্পী সমিতির চলতি কমিটির সভাপতি শাকিব খানের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ‘শিল্পী সমিতি শাকিব খানের পৈতৃক সম্পত্তি নয়। অথচ গত ২-৩ বছর ধরে তিনি তা আগলে রেখেছেন। সমিতির গঠনতন্ত্র অনুযায়ী ৯০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা থাকলেও, সেদিকে যাওয়ার কোন ইচ্ছাই নেই তার।’
শাকিব খান দেশে না থাকায় এ বিষয়ে তার বক্তব্য নেওয়া যায়নি।
উল্লেখ্য, এবারের নির্বাচনে মূলত দুটি প্যানেল প্রতিদ্বন্দীতা করার কথা। যার মধ্যে একটি প্যানেল থেকে সভাপতি পদে শাকিব খান ও সাধারণ সম্পাদক পদে মিশা সওদাগরের নির্বাচন করার কথা। আর অপর প্যানেল থেকে সভাপতি পদে অ্যাকশন হিরো রুবেল এবং সাধারণ সম্পাদক পদে ইলিয়াস কোবরার প্রতিদ্বন্দীতা করার কথা ছিলো।