ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

সেলিমের বিউটিফুল বাংলাদেশে স্বাগতা

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ১৮, ২০১৪ ১০:১৬ পূর্বাহ্ণ
Link Copied!

sagotaবিনোদন ডেস্ক

‘বিউটিফুল বাংলাদেশ’ মাত্র সাড়ে তিন মিনিটের একটি বিজ্ঞাপন। যার মাধ্যমে তুলে ধরা হয়েছিলো বাংলাদেশের অপার সৌন্দর্যকে। সেই ধারবাহিকতায় এবার বিজ্ঞাপনটির দ্বিতীয় কিস্তি নির্মাণ করলেন জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম। আর মডেল হিসেবে এবার কোন বিদেশিনী নয়, ছিলেন বাংলাদেশি অভিনেত্রী স্বাগতা।
বিজ্ঞাপনটিতে স্বাগতাকে বেদে সম্প্রদায়ের একজন হিসেবে উপস্থাপন করেছেন নির্মাতা। গেল মাসের শেষ দিকে চাঁদপুর, মানিকগঞ্জ এবং সুন্দরবনের বিভিন্ন স্থানে বিজ্ঞাপনটির চিত্রধারণ করা হয়েছে।
এদিকে প্রথমবারের মতো এ ধরনের বিজ্ঞাপনে কাজ করতে গিয়ে অনেকটাই উচ্ছ্বসিত স্বাগতা। বুধবার আলাপকালে তিনি বলেন, ‘অসাধারণ একটি বিজ্ঞাপনে কাজ করলাম। বাংলাদেশের বিভিন্ন নদীতে শুটিং করা হয়েছে। তাছাড়া পুরো ইউনিটটি ছিলো আমার বেশ পরিচিত।’
অন্যদিকে স্টপ নট আয়োজিত তিন মাস ব্যাপী গল্প বলা ও ছবি বানানোর একটি প্রতিযোগিতায় বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা গল্প তৈরি করবে। দ্বিতীয় ধাপে সেসব গল্পের পাণ্ডুলিপি নিয়ে পরবর্তীতে তিনটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বানানো হবে। যার প্রত্যেকটিতে অভিনয় করবেন স্বাগতা।