বিনোদন ডেস্ক
হরতাল দিনে রাস্তা ঘাট ফাঁকা। হরতালে কেমন আছে বিএফডিসি। সে দৃশ্য দেখার জন্য ১৮ সেপ্টেম্বর দুপুরে হাজির হলাম এফডিসিতে। ঢুকতেই চোখে পড়লো তিনজন পুলিশ সদস্য টুলে বসে গল্প করছেন। খুব বেশি মানুষজন নেই। কিন্তু কিছুদূর এগিয়ে জসিম ফ্লোরের সামনে যেতেই দীর্ঘ গাড়ির জট চোখে পড়ে। রিকশা, সিএনজি, মাইক্রো বাস, প্রাইভেটকারের দীর্ঘ জট। হায় একি অবস্থা! হরতাল দিনে এফডিসিতে জ্যাম লাগলো কিভাবে? জ্যামে দাঁড়িয়ে থাকা খালি রিকশায় গিয়ে চড়ে বসি।রিকশাচালককে বলি ‘যাবেন নাকি মামা’। রিকশা চালক বলেন ‘না’ এইখানে ভাড়া আইছি’। ভাড়া আইসা খালি রিকশা নিয়া জ্যামে বসে আছেন কেনো? এ প্রশ্নের উত্তরে জানা গেল, তাকে এখানে ভাড়া করে আনা হয়েছে। তার নাম আব্দুর রশিদ। রংপুরে তার বাড়ি। ঈদ উপলক্ষে ঢাকায় এসেছেন রিকশা চালাতে। আজ এফডিসির সামনে এসে দাঁড়িয়েছিলেন। একজন লোক এসে তাকে এবং আরো কয়েকজন রিকশা চালককে এফডিসিতে নিয়ে যায়। এই রিকশা চালক আব্দুর রশিদ প্রায় দুই ঘণ্টা ধরে এইভাবে জ্যামে বসে আছেন। তিনি জানেন না এর জন্য তাকে টাকা দেওয়া হবে কিনা। তিনি বলেন, ‘জীবনে কোন দিন এফডিসিতে আসি নাই। আইজ সুযোগ পাইলাম। টাকার চিন্তা করতাছি না।’
এই আব্দুর রশিদ বাংলা চলচ্চিত্রের একজন দর্শক। এখন আর হলে জান না ছবি দেখতে। টিভিতেই তিনি ছবি দেখেন। মান্না বেঁচে থাকতে তিনি হলে গিয়ে সিনেমা দেখতেন। তিনি বলেন, ‘ভাই এইখানে নাকি শুটিং হয় নায়িকা কই?
ঠিক কথা আসলেই তো নায়িকা কই। নায়িকার খোঁজে গিয়ে দেখা যায়, দীর্ঘ জানজটের মাথায় দাঁড়িয়ে আছেন নায়িকা পরীমণি। তিনি আফজাল শরীফের বাইকে চড়ে আছেন। আফজাল শরীফ আর এক বাইক চালকের সঙ্গে তর্ক করছেন। এ কারণেই এই দীর্ঘ জ্যাম। আফজাল শরীফ লোকটিকে ট্রাফিক আইন বিষয়ে শিক্ষা দিচ্ছেন।এবার বুঝা গেল বিষয়টা। একারণেই এই জানজট। নির্মাতা ফারুক ওমর তার নতুন ছবি ‘লাভার নম্বর ওয়ান’ ছবির শুটিং করছেন এফডিসিতে। ছবির একটি দৃশ্যের প্রয়োজনে তিনি এই জানজটের আয়োজন করেছেন টাকা দিয়ে। বাহ! বিষয়টা তো মন্দ না।
এফডিসির অন্যান্য ফ্লোর ঘুরে দেখা যায় আর কোথাও কারো শুটিং হচ্ছে না। খুব বেশি কর্মব্যস্ততা চোখে পড়েনি।