
কর্মশালায় বক্তব্য দিচ্ছেন উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ এস তাসাদ্দেক আহমেদ। পাশে মঞ্চে উপবিষ্ট আমন্ত্রিত অতিথিবৃন্দ
নিজস্ব প্রতিবেদক
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)’র আওতাধীন উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (২য় পর্যায়) প্রকল্পের ‘বার্ষিক কর্মপরিকল্পনা ও প্রকল্পের অগ্রগতি’ শীর্ষক জাতীয় কর্মশালা বৃহস্পতিবার রাজধানীর ফার্মগেটস্থ আ. কা. মু গিয়াস উদ্দিন মিলকী অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আব্বাস আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সচিব ড. এস এম নাজমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (সম্প্রসারণ উইং) মো. মোশারফ হোসেন, পরিকল্পনা কমিশনের ফসল উইং-এর যুগ্ম প্রধান সাইফুল আলম হামিদী, কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা উইং-এর যুগ্ম প্রধান মো. মনজুরুল আনোয়ার।
কৃষি সচিব ড. এস এম নাজমুল ইসলাম বলেন, আধুনিক কৃষি প্রযুক্তি ও কলাকৌশলের বিষয়ে কৃষকদের হাতে কলমে প্রশিক্ষণ প্রদান এবং সঠিক সময়ে প্রযুক্তিগুলো কৃষকদের মাঝে পৌঁছে দিলে তাদের জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি পাবে। এ পথ অনুসরণের মাধ্যমে অধিক ফসল উৎপাদন তথা খাদ্য নিরাপত্তা অর্জন করা সম্ভব।
প্রকল্প পরিচালক কৃষিবিদ এস তাসাদ্দেক আহমেদ স্বাগত বক্তব্যে প্রকল্পের কার্যক্রম তুলে ধরেন। তিনি বলেন, কৃষকদের ফলপ্রসূ প্রশিক্ষণ প্রদানসহ আধুনিক ভৌত অবকাঠামো নির্মাণের মাধ্যমে টেকসই কৃষি উন্নয়ন ও সম্প্রসারণ সেবা প্রদানে প্রকল্পটি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।
কর্মশালায় বক্তারা জানান, উপজেলা পর্যায়ে প্রযুক্তি হস্তান্তরের জন্য কৃষক প্রশিক্ষণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ৪৭টি জেলার ১০৬টি উপজেলায় কার্যক্রম শুরু হয়েছে। এসব কার্যক্রমের মধ্যে রয়েছে কৃষকসহ জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদান, কৃষি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ, সেমিনার, কর্মশালা, আইসিটি মালামাল সরবরাহ। প্রকল্পের কার্যক্রম মনিটরিংয়ের জন্য ১০৬টি উপজেলায় গাড়ি সরবরাহ করা হচ্ছে।
কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপজেলা, জেলা ও আঞ্চলিক পর্যায়ের প্রায় পাঁচশতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।