ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

রায় নিয়ে সমালোচনায় ক্ষুব্ধ ট্রাইব্যুনাল

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ১৮, ২০১৪ ২:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ICTনিজস্ব প্রতিবেদক

টিভি টক শোসহ বিভিন্ন মাধ্যমে রায় নিয়ে ফ্রি স্টাইলে সমালোচনা হচ্ছে বলে অভিযোগ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বলেছেন, পৃথিবীর অন্য কোনো দেশে রায় নিয়ে এমন ফ্রি স্টাইলে সমালোচনা হয় কি না আমাদের জানা নেই।

আদালত বলেন, ফৌজদারি আইনে কোনো মামলায় দুইপক্ষকে খুশি করার কোনো সুযোগ নেই। একটি রায়ের মাধ্যমে আসামিকে হয় খালাস দিতে হবে অথবা শাস্তি দিতে হবে। এতে দুই পক্ষ কখনোই খুশি হয় না।  তবে হ্যাঁ, ভুল আমাদেরও থাকতে পারে, সেজন্য আপিল বিভাগ রয়েছে। ফ্রি স্টাইলে এভাবে আমাদের গালিগালাজ করলে আমরা যাবো কোথায়-প্রশ্ন করেন আদালত।

বৃহস্পতিবার জামায়াত নেতা এটিএম আজহারের মামলায় প্রসিকিউটর তুরিন আফরোজ যুক্তি উপস্থাপনকাল এক প্রসঙ্গে চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এসব কথা বলেন।

এক পর্যায়ে ট্রাইব্যুনাল বলেন, গতকাল রাতে টেলিভিশনে সংসদ দেখছিলাম। আপনারা দেখেছেন কি না জানি না। সেখানে দেখলাম এক মহিলা বিচারপতিদের নিয়ে গালিগালাজ করছেন।

তখন আরেক বিচারপতি বলেন, মহিলা বলা ঠিক হবে না, মাননীয় সাংসদ বলতে হবে। বিচার বিভাগকে প্রশ্নবিদ্ধ করা কারো জন্যই মঙ্গল নয়।

এসময় ট্রাইব্যুনাল প্রসিকিউটর তুরিন আফরোজকে জিজ্ঞাসা করেন, এই সমালোচনার বিষয়ে আপনি কী বলেন। তখন তুরিন বলেন, বিচারপতিদেরকে নিয়ে সমালোচনা কখনোই কাম্য নয়। বিচারের পর আমাদেরকে নিয়েও সমালোচনা করা হয়। আমাদেরও বিচার করার কথা বলা হয়। আমরা কোথায় যাবো।