ঢাকাবৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ভূমি দখলদারদের ভূমিখেকো আখ্যা প্রধানমন্ত্রীর

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ১৮, ২০১৪ ২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

PMনিজস্ব প্রতিবেদক
অবৈধভাবে ভূমি দখলদারদের ভূমিখেকো আখ্যায়িত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘কিছু ভূমিখেকো লোক আছে, যারা দশ বিঘা জমি কিনে ২০ বিঘা দখল করে। কেউ তাদের প্রতিবাদ করলেই তাদের পেছনে লাগে। কারণ এদের মিডিয়া আছে, পত্রিকা আছে। কেউ প্রতিবাদ করলে, তাকে চোর বানিয়ে ছাড়ে।’

বৃহস্পতিবার ভূমি মন্ত্রণালয় পরিদর্শন এসে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য দেয়ার সময় তিনি এ কথা বলেন। এসময় প্রধানমন্ত্রী সেসব প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে শক্ত হওয়ার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করে বলেন, ‘দুঃখজনক, এই মিডিয়া আমরাই দিয়েছি।’ তবে এসময় কোনো মিডিয়ার নাম তিনি উল্লেখ করেননি।

প্রধানমন্ত্রী তার প্রারম্ভিক বক্তৃতায় ভূমি ব্যবস্থাকে ডিজিটালাইজড করা হচ্ছে উল্লেখ করে বলেন, ‘ভূমি রেকর্ড ও জরিপ ব্যবস্থাপনাকে ডিজিটালাইজড করার মাধ্যমে ক্রটিমুক্ত, টেকসই ও জনকল্যাণমুখী আধুনিক ভূমি জরিপ ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে। এই আধুনিকায়ন যেন যথাযথ হয় তার জন্য আপনাদের ভূমিকা রাখতে হবে।’

সরকারের নতুন কার্যক্রমের মধ্যে উপজেলার ‘মাস্টার প্ল্যান’, ‘পল্লী জনপথ’ প্রকল্প, চরাঞ্চলের পরিকল্পিত ভূমি বিতরণের বিষয়ে এসময় তিনি বক্তব্য করেন।

প্রধানমন্ত্রী ভূমির মালিকানাকে পার্বত্য চট্টগ্রামের ‘মূল সমস্যা’ হিসাবে চিহ্নিত করে ওই অঞ্চলে ভূমি জরিপের ওপরও গুরুত্ব আরোপ করেন।