নিজস্ব প্রতিবেদক :
বৃহস্পতিবার সকাল ১১ টা ৪০ মিনিটে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের খিলক্ষেতস্থ সদর দপ্তর ভবনের কোন এক ফ্লোর থেকে পড়ে রংপুর জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম আবু আব্দুল্লাহ আত্মহত্যা করেছেন বলে সূত্র জানায়।
আবু আব্দুল্লাহ বিগত ১ বছরের উপরে রংপুর জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। কিন্তু তিনি মানসিকভাবে অসুস্থ থাকায় দীর্ঘদিন ছুটি ভোগ করছিলেন বলে বিআরইবি সূত্র জানায়। বৃহস্পতিবারও তিনি ছুটিতে ছিলেন। এরপরও কি কারণে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদর দপ্তর ভবনে এসেছিলেন এ ব্যাপারে কেউ কোন তথ্য দিতে পারেনি।
সূত্র জানায়, রংপুর জোনের পূর্বে তিনি ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত থাকাকালীন সময়ও একবার আত্মহত্যা করতে চেয়েছিলেন। এ দিকে সকাল আনুমানিক ১১ টা ৪০ মিনিটের সময় বিআরইবি ভবনে যখন কর্মকর্তা-কর্মচারীরা অফিস করছিলেন তখনই এ রকম দুর্ঘটনায় সকলের মাঝে শোকের ছায়া নেমে আসে। বিআরইবি ভবনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা আব্দুল হামিদ জানান, হঠাৎ করে বিকট আওয়াজ শুনতে পাই। তাৎক্ষণিক উঁকি মেরে দেখি একজন লোক পড়ে আছে। তখন ঘটনার আকস্মিকতায় তাকে চিনতে পারিনি। আমরা সবাই তাকে তুলে সাথে সাথে এ্যাম্বুলেন্স যোগে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। মৃত প্রকৌশলী আবু আব্দুল্লাহর পিতার নাম আব্দুর রহিম। তার বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার কান্দাইল গ্রামে। তার ৩ পুত্র সন্তান রয়েছে। রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডে তিনি পরিবার নিয়ে বসবাস করতেন।
এ ব্যাপারে খিলক্ষেত থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম জানান, সিসিটিভি দেখে মনে হয়েছে এ ভবনের কোন এক ফ্লোর থেকে প্রকৌশলী আবু আব্দুল্লাহ পড়েছেন। তবে তদন্ত ছাড়া এ ব্যাপারে কিছুই বলা যাচ্ছে না।
এ দিকে বিআরইবি চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মঈন উদ্দিন বৃহস্পতিবার সরকারি সফরে গোপালগঞ্জে অবস্থানকালীন সময়ে ঘটনা শুনে তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন। চেয়ারম্যানের নিদের্শের পরই বিআরইবি বোর্ডের প্রধান প্রকৌশলী (পওপ) কায়সার আহমদকে আহ্বায়ক করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন-প্রকল্প পরিচালক (ইউআরডিএস) মিজানুর রহমান খান, পরিচালক (প্রশাসন) এজেডএম শামসুজ্জোহা এবং নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ আইনুদ্দিন। তদন্ত কমিটিকে ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।