
নিজস্ব প্রতিবেদক :
‘রাজনৈতিক সমঝোতার জন্য সরকারকে সংলাপের উদ্যোগ নিতে আহ্বান’ জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য লে. জে. (অব.) মাহবুবুর রহমান।
তিনি বলেছেন, ‘সরকার সংলাপের উদ্যোগ নিলে তা ইতিবাচক হবে।’
শুক্রবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি। জাসাসের নব গঠিত ঢাকা মহানগর দক্ষিণ কমিটির নেতাদের নিয়ে জিয়ার সমাধিতে যান বিএনপি নেতা মাহবুবুর রহমান।
জাতিসংঘের মহাসচিব বান কি মুন যে সংলাপের আহ্বান জানিয়েছেন সে বিষয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন নিয়ে সবাই উদ্বিগ্ন। আমরা বার বার সংলাপের আহ্বান জানিয়েছি। সংলাপ না হলে তা সঙ্ঘাতের দিক যাবে। আমরা (বিএনপি) সঙ্ঘাত-সন্ত্রাসী কার্যকলাপে বিশ্বাসী নয়। আমরা সমঝোতা চাই, সংলাপ চাই।’
এসময় ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব হাবিব উন নবী খান সোহেল, কেন্দ্রীয় স্ব-নির্ভর বিষয়ক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ নেতা উপস্থিত ছিলেন।