
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর তুরাগ থেকে জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সাত জঙ্গিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ডিবির দাবি, আটককৃতদের মধ্যে একজন জেএমবির ভারপ্রাপ্ত আমির। তার নাম তাসনিম। তারা নাশকতার পরিকল্পনা করছিল বলে ডিবি জানায়।
গতকাল বৃহস্পতিবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবির উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটক জঙ্গিরা নাশকতার পরকিল্পনা করছিল। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করা হয়।
এ ব্যাপারে বেলা সাড়ে ১১টায় ব্রিফিংয়ে বিস্তারিত জানানো হবে।