নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তুরাগ থেকে গ্রেপ্তার জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সাত জঙ্গিকে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
শুক্রবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ তালুকদার রিমান্ড আবেদনের শুনানি শেষে দুই মামলায় দুদিন করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে দুপুরে বিস্ফোরক দ্রব্য আইন ও সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা পৃথক দুটি মামলায় তাদের ১০ দিন করে মোট ২০ দিনের রিমান্ড আবেদন করে ডিবি পুলিশ।।
উল্লেখ্য, গতকাল বৃহস্পতিবার রাজধানীর তুলাগ এলাকায় রাতভর অভিযান চালিয়ে ওই ৭ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাকৃতরা হলেন- জেএমবির একাংশের ভারপ্রাপ্ত আমির আব্দুল্লাহ আল তাসনীম ওরফে নাহিদ (২৯), নাঈম আলী (২৮), সিকান্দার আলী ওরফে নকি (২৫) মাহমুদ ইবনে বাশার (২৩), মাসুম বিল্লাহ (২৬), ফুয়াদ হাসান (১৮) ও আলী আহমেদ (২৪)।
শুক্রবার দুপুরে ডিবি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, রাষ্ট্রের ভিআইপিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করেছিলেন এই জঙ্গিরা। এ হামলার মধ্য দিয়ে তারা মধ্যপ্রাচ্যের আইএসআইকে জানান দিতে চেয়েছিলেন, তারা সেখানে জিহাদে অংশ নেয়ার জন্য দক্ষ। গ্রেপ্তারকৃতরা এ কথা স্বীকার করেছে।