নিজস্ব প্রতিবেদক
মুক্তিযুদ্ধের উপ-প্রধান সেনাপতি এবং সাবেক পরিকল্পনামন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) একে খন্দকার, বীরউত্তমকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক।
শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী, ইতিহাস বিকৃতিকারী, জাতির পিতাকে নিয়ে কটূক্তিকারী এবং বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ বিকৃতির প্রতিবাদে’ মটরচালকদের এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় তিনি একথা বলেন।
মোজাম্মেল হক বলেন, ‘একে খন্দকার আওয়ামী লীগে অনুপ্রবেশকারী। আমরা তাকে চিনতে পারিনি। যেমন চিনতে পারিনি খন্দকার মোশতাক এবং জিয়াউর রহমানকে। লেখনির মাধ্যমেই তার আসল চরিত্র প্রকাশ পেয়েছে।’
তিনি আরো বলেন, ‘পঞ্চদশ সংশোধনীতে পরিষ্কার লেখা আছেম, বঙ্গবন্ধুর ঘোষণায় দেশে স্বাধীন হয়েছে।’
মোজাম্মেল বলেন, ‘এমন এক সময়ে একে খন্দকার সাহেব এ বইটি প্রকাশ করেছেন ঠিক তার আগের দিন আমেরিকা থেকে এক মুখপাত্র বলেছেন শেখ হাসিনাকে ক্ষমতায় থাকতে দেয়া হবে না, পদত্যাগে বাধ্য করা হবে।’
মন্ত্রী বলেন, ‘একে খন্দকার ৭ মার্চের সভায় উপস্থিত না থেকে কীভাবে শুনলেন বঙ্গবন্ধু জয় পাকিস্তান বলেছেন। তিনি আইয়ূব খানের গান গেয়েছিলেন বলেই বলতে পারেন শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের জন্য প্রস্তুত ছিলেন না।’
‘জিয়া, মোশতাকের মরণোত্তর বিচার হবে, তেমনি একে খন্দকারেরও বিচার হবে’ বলে মন্তব্য করেন তিনি।
বাংলাদেশ আওয়ামী মটর চালক লীগ আয়োজিত এ সমাবেশে বক্তব্য দেন এ সমাবেশে আরো আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক সৈয়দ আবদুল আউয়াল শামীম প্রমুখ। সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মো. আসলাম উদ্দিন।