ঢাকাশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

পুলিশ-সন্ত্রাসী গুলিবিনিময়ে আহত ২০, আটক ৫

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ১৯, ২০১৪ ১১:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

সাভার প্রতিনিধি

আশুলিয়ায় অস্ত্র উদ্ধার অভিযানের সময় অস্ত্র চোরাকারবারীদের সঙ্গে পুলিশের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এতে পুলিশের পাঁচ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছে। আটক করা হয়েছে ৫ জনকে।
শুক্রবার দুপুরে আশুলিয়ার আউকপাড়া এলাকার আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে।POLICEআহতরা হলেন, সাভার সহকারী পুলিশ সুপার রাসেল শেখ, ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিন শাহ পারভেজ, উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম শাহিন, তৈহিদুর রহমান ও আশরাফুল রহমান।
আটককৃতরা হলেন- নজরুল ইসলাম নুরু, জাহাঙ্গীর আলম, আনিছুর রহমান রতন, জসিম মাস্টার ও আবুল হোসেন। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে ছয় রাউন্ড গুলি, ছয়টি ম্যাগাজিন ও ৩টি বিদেশি পিস্তল উদ্ধার করে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার দুপুরে আশুলিয়ার আউকপাড়া এলাকার আদর্শ গ্রামে সাভারে সার্কেল এসপি রাসেল শেখের নেতৃত্বে গোয়েন্দা পুলিশের একটি দল জাহাঙ্গীর আলম নামের এক ব্যক্তির অফিসে অভিযান চালায়। এসময় ঘটনাস্থল থেকে আনিছুর রহমান রতন, জাহাঙ্গীর আলম ও নজরুল ইসলাম নুরুকে আটক করে নিয়ে যেতে চাইলে তাদের সহযোগী ও স্থানীয়রা বাধা দেয়। এ সময় তাদের সঙ্গে পুলিশের বাকবিতণ্ডার একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে পাল্টা জবাবে পুলিশও গুলি ছুড়ে। খবর পেয়ে আশুলিয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এতে সহকারী পুলিশ সুপার রাসেল শেখসহ পুলিশের ৫ সদস্য আহত হন। এছাড়াও তাদের সহযোগীসহ স্থানীয় আরও ১৫ জন আহন হন। এসময় ঘটনাস্থল থেকে ৫টি ম্যাগাজিন, ৬ রাউন্ড গুলি ও ৩টি বিদেশি পিস্তলসহ ৫ জনকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে সাভার মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আশুলিয়ার আউকপাড়া এলাকার আদর্শগ্রামে অস্ত্র বিক্রি হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অস্ত্র উদ্ধারের অভিযান পারিচালনা করে ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ ৫ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের সহযোগী ও সন্ত্রাসীদের সাথে সংঘর্ষে পুলিশের ৫ সদস্য আহত হন।’