ঢাকাশুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে ইতিবাচক ভারত

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ১৯, ২০১৪ ১১:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

Tista-Barajনিজস্ব প্রতিবেদক

ভারত সফররত পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জানিয়েছেন, তিস্তা চুক্তি নিয়ে আগের যে কোনো সময়ের চেয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে ভারত।
শুক্রবার বাংলাদেশ সময় দুপুর ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত নয়াদিল্লির পানিসম্পদ মন্ত্রণালয়ের শ্রম ও জনশক্তি ভবনে সে দেশের পানিসম্পদমন্ত্রী উমা ভারতীর সঙ্গে বৈঠক শেষে তিনি গণমাধ্যমকে এ কথা বলেন।
বৈঠকে ভারতের পানিসম্পদমন্ত্রী উমা ভারতী বলেছেন, ‘ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বর্তমানে খুবই ভালো এবং ভবিষ্যতে এ সম্পর্ক আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে।’
উমা ভারতীয় জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে তিস্তার পানি বণ্টন চুক্তি করার জন্য উদ্যোগ নিয়েছে সরকার (ভারত)। পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ বাংলাদেশ সফর শেষে এ কথা জানিয়েছিলেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে তিস্তার পানি বণ্টন চুক্তি স্বাক্ষর করার জন্য সব ধরনের কাজ পানিসম্পদ মন্ত্রণালয় করে যাচ্ছে। অল্পদিনের মধ্যেই তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছবে বলে জানান উমা ভারতী।