নিজস্ব প্রতিবেদক
দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ৭২ সংবিধানে না ফিরে ৭১ সালে ফিরে যাবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরমের অনুষ্ঠানে বক্তব্যকালে তিনি এ ঘোষণা দেন। ‘সবিধানের ষোড়শ সংশোধন: উপেক্ষিত জনমত’ প্রতিবাদী নাগরিক সমাবেশ শীর্ষক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমতুল্লাহ।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘সংবিধানের ষোড়শ সংশোধনীর মাধ্যমে বিচারপতি অপসারণের যে বিধান করা হয়েছে, এর ফরে সুপ্রিম কোর্টে একটি ভূমিকম্প আঘাত হেনেছে।’
এসময় তিনি বলেন, ‘৭১ সালে আমাদের টাকায় যাদের বেতন দিতাম তারা আমাদের হত্যা করতো। বর্তমানে ঠিক একই অবস্থা হয়েছে। জনগণের টাকায় যারা বেতন নিচ্ছে তারাই চুক্তিভিত্তিক টাকার বিনিময়ে জনগণকে হত্যা করছে। দেশের এ অবস্থায় উচ্চ আদালত যে আদেশ দিয়েছেন তাতে তাদের আটক করা হয়েছে বলেই আজ বিচারপতিদের অপসারণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’
তিনি বলেন, ‘১৯৭১ সালের সংগ্রাম ছিল আইনের শাসনের জন্য, গণতন্ত্র এবং অধিকারের সংগ্রাম। আমি বলতে চাই সেদিন যে ব্যবস্থায় দেশ স্বাধীন হয়েছিল সে ব্যবস্থা ব্যতীত বর্তমান সরকার থেকে গণতন্ত্র রক্ষা করা যাবে না। তাই ওই আদর্শে অনুপ্রাণিত হয়ে ভবিষ্যৎ কর্মসূচি দিতে হবে।’
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, দলের তথ্য সম্পাদক হাবিবুর রহমান হাবিব, মাওলানা শেখ মজিবুর রহমান, ব্যারিস্টার রোমেন ফারহানা, ব্যারিস্টার পারভেজ আহমেদ, মাওলানা শোয়াইব আহমেদ প্রমুখ।