নিজস্ব প্রতিবেদক
‘এই সরকারের পক্ষে পদ্মা সেতু করা সম্ভব হবে না’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি বিএনপি নেতা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
শুক্রবার দুপুরে বাংলাদেশ জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ কিন্ডারগার্ডেন শিক্ষক সমিতির আয়োজনে ‘প্রশ্নবিদ্ধ পরীক্ষা পদ্ধতি! বিপন্ন শিক্ষাব্যবস্থা ; উত্তরনের উপায়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ‘এই সরকারের আমলে পদ্মা সেতু করা সম্ভব হবে না আর দক্ষিণাঞ্চলের মানুষের জীবন যাত্রার উন্নয়নেরও সম্ভাবনা নাই।’
‘আওয়ামী লীগ একদলীয় শাসন ব্যবস্থায় বিশ্বাসী এ কারণে সম্প্রচার নীতিমালার মাধ্যমে সমস্ত মিডিয়াকে আতঙ্কে ফেলে দিয়েছে’ বলে মন্তব্য করেন বিএনপির এ নেতা।
খন্দকার মাহবুব বলেন, ‘বিচার বিভাগকে সরকার কুক্ষিগত করে ফেলেছে। আজকে নিম্ন আদালত রাজনৈতিক প্রভাব থেকে মুক্ত হয়নি। বাংলাদেশের সর্বোচ্চ আদালতকেও দলীয়করণ করেছে সরকার।’ ‘সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধন করে বিচারকদের অপসারণের দায়িত্ব বদলের মাধ্যমে সরকার একদলীয় বাকশালের দিকে এগিয়ে যাচ্ছে’ বলে উল্লেখ করেন তিনি।
মাহবুব বলেন, ‘এ সরকার সমস্ত শিক্ষা ব্যবস্থাকে ধবংস করে দিয়েছে। পাস পাস পাস। কি পাস করলো সেটা কথা নয়।’
‘শিক্ষা ব্যবস্থাকে ধবংস করে শিক্ষামন্ত্রী একটা জাতিকে ধবংস করে দিয়েছে’ বলেও মন্তব্য করেন মাহবুব।
তিনি বলেন, ‘দেশে ৬৫ হাজার কিন্ডারগার্ডেন আছে সেখানে শিক্ষার জন্য যত রকম সুযোগ সুবিধা প্রয়োজন সব সরকারকে দিতে হবে। না হলে ক্ষমতায় থাকার অধিকার তাদের নাই।’
খন্দকার মাহবুব বলেন, ‘আসুন ঐক্যবদ্ধভাবে এই গণবিরোধী সরকারের বিরুদ্ধে রাজপথে নামি । ইনশাল্লাহ গণবিপ্লবের মাধ্যমে এ সরকারের পদত্যাগ ঘটনো হবে তাতে বাধা আসলে তার দায়দায়িত্ব সরকারকেই নিতে হবে।’
বাংলাদেশ কিন্ডারগার্ডেন শিক্ষক সমিতির উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী তৃণমূল দলের সাধারণ সম্পাদক আকবর হোসেন ভূইয়ার সভাপতিত্বে এসময় আরো বক্তব্য দেন বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।