ঢাকাশনিবার , ২০ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

গার্মেন্টে পানি পানে শ্রমিকের মৃত্যু, অসুস্থ অর্ধশতাধিক

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২০, ২০১৪ ৮:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

Gazipur
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় পোশাক কারখানার সরবরাহকৃত পানি পান করে সাহিদা আক্তার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এতে অসুস্থ হয়েছেন অর্ধশতাধিক শ্রমিক।

শনিবার সকালে মাসট্রেড ইন্টারন্যাশনাল নামের এক পোশাক কারখানায় এ ঘটনা ঘটেছে। মৃত শ্রমিক সাহিদা আক্তারের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে।

তবে কারখানা কর্তৃপক্ষ পানি পানে অসুস্থ হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকায় মাসট্রেড ইন্টারন্যাশনাল নামের পোশাক কারখানায় সকালে কাজে যোগ দেন শ্রমিকরা। কাজ শুরুর পরে শ্রমিকরা কারখানার সরবরাহকৃত পানি পান করলে প্রায় অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়ে।

এসময় শ্রমিকরা মাথা ঘুরে পড়ে যায় এবং বমি করতে থাকে। অসুস্থ শ্রমিকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শাহিদা নামের এক শ্রমিকের মৃত্যু হয়।

অসুস্থ শ্রমিকরা জানান, সকালে কারখানায় গিয়ে তারা কাজ শুরু করেন। এরপর কয়েকজন শ্রমিক কারখানার সরবরাহ করা পানি পান করলে বমি শুরু হয়। এসময় কয়েকজন শ্রমিক ফ্লোরে মাথা ঘুরে পড়ে যায়। এতে কারখানার শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শ্রমিকদের দাবি, কারখানার পানি পান করার পরই তারা অসুস্থ হয়ে পড়ে।

গাজীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মুহাম্মদ আব্দুস সালাম জানান, পানি পান করে শ্রমিক অসুস্থ্য হওয়ার লক্ষণ পাওয়া যায়নি। তবে তাদের গণমনস্তাত্তিক রোগ হতে পারে বলে ধারণা করছেন তিনি।

তবে কারখানা অ্যাডমিন ম্যানেজার তাহমিনা পারভিন জানান, কারখানার সরবরাহ করা পানি সবাই পান করে। তবে কী কারণে শ্রমিকরা অসুস্থ তা নিশ্চিত করে বলা সম্ভব নয়। সকাল ৮টার দিকে কারখানায় ঢুকে প্রধান ফটকে কার্ড পাঞ্চ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন সুয়িং অপারেটর সাহিদা বেগম। পরে বোর্ডবাজারের তায়রুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই রোগীকে অসুস্থ হয়ে পড়তে দেখে কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে। অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে।

এদিকে ঘটনার পর শিল্পাঞ্চল পুলিশ জোন-২ (গাজীপুর) এর পুলিশ সুপার আবুল খায়ের, অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং জয়দেবপুর থানাপুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা কারখানা পরিদর্শণ করেছেন।

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার পর শ্রমিক উত্তেজনা দেখা দিলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে একই ভবনে অবস্থিত মাসট্রেড ইন্টারন্যাশনাল গার্মেন্টস লিমিটেড, লাজিম গার্মেন্টস, নিডল টাচ গামেন্টস ও রেড ফিউরি নামে চারটি পোশাক কারখানা কর্তৃপক্ষ শনিবারের জন্য কারখানা ছুটি ঘোষণা করেন।