
নিজস্ব প্রতিবেদক :
জামায়াতে ইসলামীকে নিষেদ্দের পক্ষে নন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জামায়াত হলো ব্লাডিপার্টি। এদের নিষিদ্ধ করা যাবে না। জামায়াতকে আইনীভাবে নিষিদ্ধ করা হলে তারা আত্মগোপনে গিয়ে খুনখারাপি করবে।’
সচিবালয়ে রোববার দুপুরে এডিবির পরিচালনা পর্ষদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
জামায়াতের সঙ্গে সরকারের আঁতাত হয়েছে এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘জামায়াতের সঙ্গে সরকারের আঁতাতের বিষয়টি টুটালি রাবিশ। আওয়ামী লীগের সঙ্গে কীভাবে জামায়াতের আঁতাত হয়? এটা জামায়াত ছড়াচ্ছে। তাদের সঙ্গে বিএনপিও রয়েছে।’
সরকার প্রসঙ্গে তিনি বলেন, ‘বর্তমান সরকার আগামী ৫ বছরই ক্ষমতায় থাকবে। এ সরকারের উপর কোনো চাপ নেই।’
হরতাল নিয়ে মুহিত বলেন, ‘এগুলোর এখন কোনো গুরুত্ব নেই।’