
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসেন সাঈদীর আমৃত্যু যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে জামায়াতের ডাকা হরতাল একটানা বৃষ্টির কারণে ঢিলেঢালাভাবে চলছে।
তবে রোববার দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করেছে। কিন্তু বন্দর থেকে কোনো পণ্যবাহী ট্রাক ছেড়ে যায়নি বলে বন্দর সূত্র জানায়।
এদিকে বৃষ্টির কারণে হরতাল চলাকালে কোথাও পিকেটারদের লক্ষ্য করা যায়নি। সকালে বড় ইন্দারা মোড় থেকে জামায়াত-শিবিরকর্মীরা একটি মিছিল বের করে।
তবে শহরে রিকশা, অটোরিকশাসহ মোটরসাইকেল চলাচল ছিল স্বাভাবিক। এ ছাড়া শহরের বড় বড় বিপনী বিতানসহ দোকানপাট, ব্যাংক-বীমাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। জেলা শহর থেকে দূরপাল্লাসহ আন্তজেলা রুটে যানবাহন ছেড়ে যায়নি।
চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে যথাসময়ে ট্রেন ছেড়ে গেছে। শহরের গুরুত্বপূর্ণস্থানগুলোতে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েনসহ র্যাব ও বিজিবি সদস্যদের টহল দিতে দেখা গেছে।
এদিকে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সোনামসজিদে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করলেও বন্দর থেকে কোনো পণ্যবাহী ট্রাক ছেড়ে যায়নি।
অন্যদিকে, শনিবার গভীররাতে নাশকতার আশঙ্কায় চাঁপাইনবাবগঞ্জে ৫, শিবগঞ্জে ৩ ও ভোলাহাটে ২ জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে স্ব স্ব থানা পুলিশ।
এছাড়া, গত বছরে রাজনৈতিক সহিংসতার মামলায় গোমস্তাপুরে ২ জামায়াতকর্মীকে গ্রেপ্তার করেছে বলে জানান গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ আহম্মেদ। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের বেদপুর গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আব্দুল লতিফ (৫৭) ও একই উপজেলার চৌডালা ইউনিয়নের মমিনপাড়া গ্রামের আকরামুলের ছেলে মো. ফারুক (৩৩)।