ঢাকারবিবার , ২১ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বসুন্ধরা পেপার মিলে আগুন, আহত ২০

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২১, ২০১৪ ৮:০০ পূর্বাহ্ণ
Link Copied!

Bashundhara
মুন্সিগঞ্জ প্রতিনিধি :

মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা বাসস্ট্যান্ড সংলগ্ন বসুন্ধরা পোপার মিল ইউনিট-৩ এ আগুন লাগার ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

রোববার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

মিলের শ্রমিকদের সূত্রে জানা যায়, মিলের কাজ করার জন্য সকাল থেকে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল। সেই আগুনের ফুলকি থেকেই আগুনের সূত্রপাত হয় বলে তারা ধারণ করছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রোববার বেলা সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে এখনো ধুঁয়া উঠতে দেখা যাচ্ছে।

আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ কমপ্লেক্সে ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গজারিয়ার ইউএনও মাহাবুবা বিলকিস জানান, আগুনের খবর পেয়ে দাউদকান্দি ও নারায়ণগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে বেলা সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণ করেছে। তবে হতাহতে ব্যপারে তিনি কিছু জানাতে পারেননি।