নিজস্ব প্রতিবেদক
কাস্টমস বন্ড কমিশনারেটের ভাবমূর্তি সংকটে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। কাস্টমস বন্ড কমিশনার ড. শহিদুল ইসলাম একজন দক্ষ ও চৌকস কর্মকর্তা। তিনি কাস্টমস বন্ড কমিশনারেটে যোগদানের পর অনেক যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেন। তিনি দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হলেও এই দপ্তরের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারির কারণে সরকারের দুর্নীতিবিরোধী অভিযান ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে।
সূত্র জানায়, কাস্টমস বন্ড কমিশনারেটের সার্কেল-১ এর একজন সাবেক ইন্সপেক্টর যিনি বর্তমানে আশুলিয়া সার্কেলে কর্মরত। এ সার্কেলে পোস্টিং নিয়েই তিনি শুরু করেছেন ঘুষবাণিজ্য। কাস্টমস বন্ড কমিশনারের উদারতার সুযোগ নিয়ে উক্ত কর্মকর্তা আশুলিয়া সার্কেলের প্রায় ৫০টি ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিয়ে অনৈতিক উপায়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলে বিশ্বস্ত সূত্র জানায়।
সূত্র আরো জানায়, উক্ত অর্থ লেনদেনের খবর কমিশনারের দপ্তর পর্যন্ত না পৌঁছালেও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা এ নিয়ে কানাঘুষা করছেন। ভয়ভীতি দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ পাওয়ার পর দৈনিক পাঞ্জেরী’র আশুলিয়া প্রতিনিধি কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে যোগাযোগ করলে এর সত্যতা পাওয়া যায়। তারা বলেন, আমরা শুনেছি বন্ড কমিশনার একজন ভাল মানুষ। কিন্তু আশুলিয়া সার্কেলের এই দুর্নীতিবাজ ইন্সপেক্টর এমডি আনোয়ার হোসেনের অনৈতিক উপায়ে অর্থ উপার্জনের কারণে কাস্টমস বন্ড কমিশনারেটের ভাবমূর্তি সংকটে পড়ার আশঙ্কা রয়েছে। তারা অবিলম্বে এই দুর্নীতিবাজ ইন্সপেক্টর আনোয়ার হোসেনের শাস্তি দাবি করেন।
এ ব্যাপারে এমডি আনোয়ার হোসেনের বক্তব্য জানতে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।