নিজস্ব প্রতিনিধি
গত ২০ সেপ্টেম্বর রাঙ্গামাটি পার্বত্য জেলার সদর উপজেলায় ‘ডলুছড়ি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র’র কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। কৃষি তথ্য সার্ভিসের কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের মাধ্যমে ডিজিটাল কৃষি তথ্যের প্রচলন ও গ্রামীণ জীবনমান উন্নয়ন (ডিকেআই) প্রকল্প’র সহযোগিতায় স্থাপিত এ কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে রাঙ্গামাটি পার্বত্য জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আলতাবুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক পরিচালক কৃষিবিদ তপন কুমার পালের সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলার অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) কৃষিবিদ পবন কুমার চাকমা, রাঙ্গামাটি সদর উপজেলার কৃষি কর্মকর্তা কৃষিবিদ আপ্রু মারমা, আঞ্চলিক কৃষি তথ্য অফিসার কৃষিবিদ মাহমুদুল হাসান, বান্দরবান পার্বত্য জেলার জেলা কৃষি তথ্য ও যোগাযোগ কর্মকর্তা কৃষিবিদ অলি সিংহ রায় ও জনপ্রতিনিধির পক্ষ থেকে যুগসিন্ধু কার্বারী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডলুছড়ি এআইসিসি’র সদস্য অমল কান্তি চাকমা। মুকুল কান্তি চাকমা’র সঞ্চালনায় উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে ডলুছড়ি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র’র সকল সদস্যবৃন্দ ও কৃষক/ কৃষাণীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি রাঙ্গামাটি পার্বত্য জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আলতাবুর রহমান তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার পরিবেশবান্ধব সরকার।আর তাই ফসল উৎপাদন বৃদ্ধির ক্ষেত্রে কৃষি তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য তিনি ডিজিটাল কৃষি তথ্যের প্রচলনের প্রতি গুরুত্বারোপ করেন। তিনি সরকার প্রদত্ত এ সমস্ত আইসিটি উপকরণ যথাযথ সংরক্ষণ ও ব্যবহারের প্রতি জোর দিয়ে বলেন, বর্তমানে ইন্টারনেট প্রযুক্তি ব্যবহার করে আমরা কৃষি বিষয়ক বিভিন্ন তথ্যাবলী, বিভিন্ন পাবলিক পরীক্ষার ফলাফল ও উচ্চশিক্ষার জন্য ভর্তি প্রক্রিয়া, ব্যাংকিং, ব্যবসাবাণিজ্যসহ দৈনন্দিন নানাবিধ কাজ সহজে করতে পারি। তিনি আশা করেন নতুন স্থাপিত ডলুছড়ি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র’র মাধ্যমে অত্র এলাকার কৃষকগণ ইন্টারনেটের মাধ্যমে খুব সহজেই তাদের প্রয়োজনীয় কৃষি সংক্রান্ত তথ্য সেবা পেয়ে তাদের ফসল উৎপাদন বৃদ্ধিতে কাজে লাগাতে পারবে। বিশেষ করে বিভিন্ন ফসলের রোগ ও পোকামাকড় এর আক্রমণ প্রতিরোধের উপায় সংক্রান্ত তথ্য যাতে কৃষকগণ খুব সহজেই পেতে পারেন এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখার জন্য তিনি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের সদস্যদের প্রতি আহবান জানান। এরপর উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে কৃষি তথ্য সার্ভিসের ওয়েব সাইট সম্পর্কে বিস্তারিত ধারণা ও কৃষি বিষয়ক বিভিন্ন ডকুড্রামা প্রদর্শন করেন জেলা কৃষি তথ্য ও যোগাযোগ কর্মকর্তা কৃষিবিদ অলি সিংহ রায়। অনুষ্ঠানের সভাপতি কৃষি তথ্য সার্ভিসের আঞ্চলিক পরিচালক কৃষিবিদ তপন কুমার পাল কৃষি তথ্য সার্ভিস কতৃক প্রদত্ত আইসিটি উপকরণের সুবিধাসমূহ কৃষকদের দোরগোরায় পৌঁছে দেওয়া, এসব উপকরণের যথাযথ ব্যবহার এবং সংরক্ষণের জন্য কেন্দ্রের সদস্যদের প্রতি আহ্বান জানান।
উল্লেখ্য, ডলুছড়ি কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্র’র জন্য ইতোমধ্যে কৃষি তথ্য সার্ভিসের কৃষি তথ্য ও যোগাযোগ কেন্দ্রের মাধ্যমে ডিজিটাল কৃষি তথ্যের প্রচলন ও গ্রামীণ জীবনমান উন্নয়ন (ডিকেআই) প্রকল্প হতে ডেস্কটপ কম্পিউটার, ল্যাপটপ কম্পিউটার, মাল্টিমিডিয়া, ডিজিটাল ক্যামেরা, সাউন্ড সিস্টেম, স্ক্যানার, প্রিন্টার, ইন্টারনেট মডেম, জেনারেটরসহ বিভিন্ন আইসিটি মালামাল ইতোমধ্যে দেওয়া হয়েছে।