নিজস্ব প্রতিনিধি
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলাধীন কালীপুর স্কুল এন্ড কলেজের উদ্যোগে সম্প্রতি বৃক্ষ রোপন কর্মসূচি পালিত হয়েছে। গভর্নিং বডির সভাপতি সারোয়ার ওয়াদুদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ফলদ বৃক্ষ রোপন ও এর প্রয়োজনীয়তার উপর বক্তব্য রাখেন কৃষিবিদ আহমেদ আলী চৌধুরী ইকবাল।
কালীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. এনামুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গভর্নিং বডির সদস্য ও প্রাক্তন অধ্যক্ষ হারুনুর রশীদ, বিশিষ্ট শিক্ষানুরাগী বশিরুল হক মিয়াজী বাচ্চু ও উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আব্দুর রউফ। আলোচনা সভা শেষে কলেজ চত্বরে বৃক্ষ রোপনের মাধ্যমে কর্মসূচি পালন করা হয়।