
নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর ফকিরাপুলের পানির টাঙ্কি এলাকার ১৫তলা বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে।
প্যারামাউন্ট কম্পিউটার সিটি নামের ঐ ভবনে রোববার দিবাগত রাত ১২টার দিকে আগুন লাগে। এতে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করে।
রাত ১টার দিকে ফায়ার সার্ভিসের ডিরেক্টর অপারেশন মেজর মাহবুব জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনের উৎপত্তিস্থল পরীক্ষা করে দেখা হচ্ছে।
জানা গেছে, ভবনের ১ম ও ২য় তলায় কম্পিউটার মার্কেট এবং বাকি তলায় বিভিন্ন লিজিং ও ইন্স্যুরেন্স কোম্পানির অফিস আছে।
কম্পিউটার সিটির দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক হারুনর রশিদ জানান, ভবনের নীচতলায় বৈদ্যুতিক সাব স্টেশন আছে। সেখান থেকেই শর্ট সার্কিটের মাধ্যমে আগুন ছড়িয়ে পড়তে পারে।
ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে, বিশেষ টিমের সদস্যরা ভবনের ভেতরে প্রবেশ করেছেন। আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে তা খুঁজে দেখা হচ্ছে।
ভবনে কেউ ছিলেন কিনা তা জানা যায়নি। হতাহতেরও কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।