>ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দেয়ার প্রতিবাদে দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
তবে ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া আসছেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার এই আগমনকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় হরতালকে শিথিল করেছে জেলা বিএনপি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো.জহিরুল ইসলাম খোকন জানান, ২০ দলীয় জোটের প্রধানের আগমনকে কেন্দ্র করে এখন পুরো জেলা জুড়ে দলীয় নেতাকর্মীরা বিভিন্ন কাজে ব্যস্ত তাই হরতালে কোনো প্রকার মিছিল কিংবা পিকেটিং করা হচ্ছে না। তবে হরতাল পালিত হচ্ছে।