ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

আইনজীবীদের আদালত বর্জন, মিছিল সমাবেশ

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২২, ২০১৪ ৬:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

Law

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ বার কাউন্সিলের ঘোষণা অনুযায়ী সুপ্রিম কোর্ট ও রাজধানীর নিম্ন আদালতে আদালত বর্জন কর্মসূচি পালিত হচ্ছে। কর্মসূচির সমর্থনে বিএনপি ও জামায়াতপন্থি আইনজীরা বিক্ষোভ সমাবেশ করছেন।
বেলা ১১টার দিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিসতির ভবনের কেচি গেট আটকে দিয়ে সভাপতির কক্ষের সামনে সমাবেশ শুরু করেন আইনজীবীরা।
এ রিপোর্ট লেখার সময় চেম্বার জজসহ কয়েকটি আদালত ছাড়া অন্য কোনো আদালতে কার্যক্রম দেখা যায়নি। দুটি আদালতে আওয়ামী লীগের আইনজীবীদের আদালতে দেখা গেছে।
সুপ্রিম কোর্টে সমাবেশে নেতৃত্ব দিচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আবেদ রাজা, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম তালুকদার রাজা।
সমাবেশের আগে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে মিছিল অনুষ্ঠিত হয়। সকাল ১০টা ৪৩ মিনিটে এ মিছিল শুরু হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া মিছিলের উদ্বোধন করেন।
এসময় তিনি বলে, ‘বিচারপতিদের ওপর মনস্তাত্ত্বিক আঘাত করা হয়েছে। অভিশংসনের বিল পাস করে জাতির সঙ্গে প্রতারণা করা হয়েছে। মৌলিক অধিকার কেড়ে নেয়া হয়েছে।’
তিনি দশম জাতীয় সংসদকে অদ্ভুত সংসদ বলে মন্তব্য করেন।
অপরদিকে ঢাকা আইনজীবী সমিতির উদ্যোগে আদালত বর্জন কর্মসূচি চলছে।
সোমবার আদালত বর্জনের কর্মসূচিরর অংশ হিসেবে ঢাকা আইনজীবী সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে বিএনপি ও জামাতপন্থি আইনজীবীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল করেন। পরে সমাবেশে মিলিত হন তারা। এছাড়া মহানগর দায়রা জজ আদালত ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ চলে।
বিক্ষোভ সমাবেশে আইনজীবী নেতারা বর্তমান সরকারের শাসন ব্যবস্থা এবং বিচারপতিদের অপসারণের বিল পাস করায় তীব্র নিন্দা জ্ঞাপন করেন।
সমাবেশ থেকে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেয়া হয়।
এসময় ঢাকা বার সমিতির সভাপতি অ্যাডভোকেট মোহসীন মিয়া বলেন, ‘রাজনৈতিক উদ্দেশ্যে অবৈধ ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য সরকার বিচারপতিদের অপসারণের জন্যে এ বিল পাস করেছে।’