ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

ঢামেকে কর্তৃপক্ষের অবহেলায় লাশের পচা গন্ধ

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২২, ২০১৪ ৬:১২ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা লাশের পচা গন্ধে পাশের ওয়ার্ডগুলোতে থাকা রোগী ও তাদের স্বজনদের প্রাণ ওষ্ঠাগত হয়ে উঠেছে।
সোমবার সকাল সাড়ে ৮টায় লাশ আনা-নেয়া কাজে দায়িত্বরত ওয়ার্ড বয় আলমগীর ও সুজা জরুরি বিভাগের মর্গে এসে লাশের পচা গন্ধ পেয়ে বিভাগের দায়িত্বরত নার্স ইনচার্জ নিজামুদ্দিনকে বিষয়টি অবহিত করেন।DAMEKসংশ্লিষ্টসূত্র জানিয়েছে, গত ২০ সেপ্টেম্বর ১২টা ৫৫ মিনিটে ইউসুফ (৬০) নামের এক ব্যক্তিকে অচেতন অবস্থায় চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে ফয়সাল হোসেন। চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের নিয়ম অনুসারে তার মৃত্যুর সনদ পত্রে ফয়সাল মৃতের স্থায়ী ঠিকানায় লেখেন পিতার নাম আব্দুল হামিদ দক্ষিণ যাপ্রাবাদ চাঁদপুর সদর। কিছুক্ষণপর লাশটি রেখে সে কৌশলে পালিয়ে যায়।
ফয়সালকে খুঁজে পাওয়া না গেলে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে খবর না দিয়ে ফ্রিজআপ না করেই মর্গে লাশটি দুইদিন ধরে ফেলে রাখে।
এতে লাশটি পচে এমন দূর্গন্ধের সৃষ্টি হয় যে পাশের ওয়ার্ডগুলোতে থাকা রোগী ও তাদের স্বজনরা অতিষ্ট হয়ে উঠেছেন।
মর্গে লাশ আনা-নেয়ার দয়িত্বরত ওয়ার্ড বয় আলমগীর হোসেন বলেন, ‘মূলত হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার কারণেই ঢামেকে আজ লাশের পচা গন্ধ ছড়াচ্ছে। পুলিশে খবর দিলে লাশটি সনাক্ত করা যেত। আর নিয়ম অনুযায়ী ফ্রিজআপ করা হলে লাশটি এভাবে পচে যেত না।