নিজস্ব প্রতিবেদক
বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদকে দেয়ার প্রতিবাদে সোমবার বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের সকাল-সন্ধ্যা হরতাল শুরু হলেও রাজধানী মিরপুর, গাবতলী, কল্যাণপুর এলাকায় এখনও কোথাও কোনো মিছিল পিকেটিং দেখা যানি। কোথাও অপ্রীতিকর ঘটনার খবরও পাওয়া যায়নি।রাজধানীর মিরপুর এলাকায় সরকারি বাঙলা কলেজের সামনে কলেজ শাখার ছাত্রদলের এক নেতা নাম প্রকাশ না করে বলেন, ‘ভাই আমরাতো এসেছি, আর কেউ তো নেই। কি করবো বলেন। নেতাকর্মী না আসলে কি করবো। সবারই তো এখানে আসার কথা ছিল। গতকাল রাতেই সবাইকে জানিয়ে দেয়া হয়েছে।’
এসময় বাংলা কলেজের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান ছিল।
গত শনিবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হরতালের এ কর্মসূচি ঘোষণা করেন।
৫ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ জোটের দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর বিএনপি জোটের এটাই প্রথম হরতাল।