নারায়ণগঞ্জ প্রতিনিধি
বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে দেয়ার বিল বাতিলের দাবিতে ডাকা হরতালে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও নগর বিএনপির মিছিলে পুলিশের সঙ্গে পিকেটারদের ধস্তাধস্তি হয়েছে। এসময় তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে।
সোমবার সকাল ৭টায় ২০ দলীয় জোটের ডাকা হরতালে শহরের আল্লামা ইকবাল রোড এলাকায় সরকারি তোলারাম কলেজের মোড়ে জেলা পরিষদের ডাকবাংলার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ৬টায় জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার ও নগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলচি গলাচিপা মোড় থেকে নারায়ণগঞ্জ ক্লাবের দিকে যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ।
পরে মিছিলটি ঘুরিয়ে গলাচিপা দিয়ে আল্লাম ইকবাল রোড হয়ে তোলারাম কলেজের সামনে দিয়ে চাষাঢ়ায় যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ। এ সময় মিছিলকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তির ঘটনা ঘটে।
পরে মিছিলকারীরা পিছু হটলে মিছিলের পেছনে থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
মিছিলে উপস্থিত আরও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি ভারপ্রাপ্ত আহবায়ক আলী হোসেন প্রধান, নগর বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক শেখ সেলিম, জেলা যুবদলের সভাপতি মোশারফ হোসেন, মহানগর যুবদললের আহবায়ক মাকছুদুল আলম খন্দকার, যুগ্ম আহবায়ক সরকার আলম, রানা মুজিব, রিটন দে, বন্দর উপজেলা যুবদলের সভাপতি আমির হোসেন, ফতুল্লা থানা যুবদলের সভাপতি শহিদুল ইসলাম টিটু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক উজ্জল হোসেন, জেলা ছাত্রদলের আহবায়ক মাসুকুল ইসলাম রাজীব প্রমুক।
মিছিল শেষে একটি সংক্ষপ্তি সমাবেশ শেষে তৈমুর আলম খন্দকার বলে, বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে নিয়ে শেখ হাসিনা দেশে বাকশাল কায়েম করতে চাইছে। ৫ জানুয়ারী নির্বাচনের মাধ্যমে শেখ হাসিনা দেশের মানুষের ভোটের অধিকার হরণ করেছে। এখন দেশের মানুষকে ন্যায় বিচার থেকে বঞ্চিত করতেই বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের হাতে নিয়েছে। কিন্তু দেশের মানুষ এ কালো আইন মেনে নেবে না।