ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

যুদ্ধাপরাধীদের বাঁচাতেই এ হরতাল

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২২, ২০১৪ ৭:২১ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

বিএনপি-জামায়াত অভিশংসন বিল বাতিলের জন্য নয়, বরং যুদ্ধাপরাধীদের বাঁচাতেই এ হরতাল ডেকেছে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতারা।
তারা বলেন, বিএনপি জামায়াত খসড়া অনুমোদনের সময় হরতাল না দিয়ে সাঈদীর রায় হওয়ার পর হরতাল ডেকেছে। এতে পরিষ্কার বোঝা যায় এটা অভিশংসনের জন্য নয়, বরং এটা যুদ্ধাপরাধীদের বাঁচানোর হরতাল।A.legeসোমবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হরতাল বিরোধী মানববন্ধন থেকে এ কথা বলেন আওয়ামী লীগ নেতারা।
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেয়ার প্রতিবাদে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা হরতাল প্রতিহতের ঘোষণায় ঢাকা মহানগর আওয়ামী লীগ এ মানববন্ধনের আয়োজন করে।
এদিকে সকাল থেকে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা বিভিন্ন ব্যানারে মানববন্ধনে এসে একাত্বতা প্রকাশ করেছে।
মনববন্ধনে বক্তারা বলেন, বিচাপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদে ফিরিয়ে নেয়ার বিল সংসদে পাস হয়েছে কয়েক দিন আগে। দেশের বিভিন্ন ব্যক্তিরা এ বিল পাসের জন্য ইতোমধ্যে অভিনন্দনও জানিয়েছেন।
মানববন্ধনে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের মধ্যে উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সহ-সভাপতি মুকুল চৌধুরী, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজসহ ঢাকার বিভিন্ন ওয়ার্ড থেকে আসা নেতাকর্মীরা।