নিজস্ব প্রতিবেদক
রোববার রাতে নয়া পল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাত ৩৫ জনকে আসামি করে মামলা দায়ের করেছে পল্টন থানা পুলিশ।
রোববার রাত সোয়া ১০টার দিকে অজ্ঞাত ৩৫ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে পল্টন থানায় এ মামলা দায়ের করে। মামলা নম্বর ৩৭। পল্টন থানার এসআই ওলিউর রহমান মামলার এ তথ্য নিশ্চিত করেন।
প্রসঙ্গত, রোববার রাত ৮টার দিকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ১০ থেকে ১৫টি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে দেয়ার প্রতিবাতে সোমবার হরতালের ডাক দেয় বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।