নিজস্ব প্রতিবেদক
বিচারপতিদের অভিসংশনের ক্ষমতা সংসদকে দেয়ার প্রতিবাদে রাজধানী ঢাকাসহ সারাদেশে হরতাল পালন করছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। হরতালে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। অন্যান্য দিনের চেয়ে কম হলেও যানবাহন চলাচল করছে স্বাভাবিকভাবে। কোথাও কোনো পিকেটিংও দেখা যায়নি। শুধু মাঝে মধ্যে ঝটিকা মিছিল লক্ষ্য করা গেছে। কয়েকটি দূরপাল্লার রুটে বাস ছেড়ে গেছে।
সোমবারের হরতালে রোববারের তুলনায় যান চলাচল একটু বেশি লক্ষ্য করা গেছে। রাস্তায় মানুষের চলঅচলও বেশি। রাস্তায় দোকানপাট খোলা না থাকলেও গলিগুলোতে খোলা রয়েছে।
সোমবার সকাল সাতটার দিকে রাজধানীর মিরপুরে জামায়াতের নেতৃত্বে জোটের একাধিক মিছিল হয়েছে। মিরপুর ১৩ নম্বর বিআরটিএ অফিসের কাছে ভাষানটেক থানা জামায়াতের আমির সোলায়মান হোসেনের নেতৃত্বে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা মিছিল করে। হরতালের সমর্থনে স্লোগান দিয়ে মিছিলকারীরা দ্রুত স্থান ত্যাগ করে।
অপরদিকে রাজধানীর আগারগাঁওয়ের পীরেরবাগ এলাকায় সকাল সাতটার দিকে মিছিল বের করে ছাত্রশিবির। শিবির নেতা তামিম হোসেনের নেতৃত্বে মিছিলটি বের হয়। রাস্তায় তারা বাস ভাঙচুর করার চেষ্টা করলেও পুলিশের উপস্থিতি থাকায় পারেনি।
এছাড়া রাজধানীর মিরপুর ২ নম্বর জনতা হাউজিং-এর কাছে মিছিল করে ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।
রাজধানীর ব্যস্ততম এলাকা পুরানা পল্টন, বায়তুল মোকাররম, মতিঝিল ও প্রেসক্লাব এলাকায় যান চলাচল স্বাভাবিক রয়েছে। হরতালকারীদের কোনো উপস্থিতি লক্ষ্য করা যায়নি। গাড়ি চলছে স্বাভাবিকভাবেই। প্রতিটি মোড়ে যে কোনো নাশকতা ঠেকাতে পুলিশের ব্যাপক প্রস্তুতি লক্ষ্য করা গেছে। তবে মতিঝিল এলাকায় নয়াদিগন্ত অফিসের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মহাখালী এলাকায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যানচলাচলও রয়েছে স্বাভাবিক। সকাল সাড়ে নয়টা পর্যন্ত মহাখালী এলাকায় সরেজমিনে ঘুরে এ চিত্র লক্ষ্য করা গেছে।
এ সম্পর্কে বনানী থানার এসআই ফরিদা পারভিন বলেন, ‘হরতাল পরিস্থিতি স্বাভাবিক। যানচলাচল অন্যান্যদিনের মতো না থাকলেও স্বাভাবিক রয়েছে। তবে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
স্থানীয় ফল ব্যববসায়ী মিজানুর রহমান বলেন, ‘আমার চোখে এ এলাকায় কোনো ঘটনা ধরা পড়েনি। তবে স্বাভাবিকের তুলনায় যানচলাচল একটু কম।’
বেচাকেনা কেমন হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু হরতালে মানুষ কম বের হন, তাই আমাদের বেচাকেনাও একটু কম।’
অন্যদিকে মহাখালী বাসস্ট্যান্ড থেকে সকালে কয়েকটি রুটে দূরপাল্লার গাড়ি ছেড়ে যেতে দেখা গেছে। তবে প্রত্যাশার চেয়ে যাত্রী ছিল অপ্রতুল।
এ প্রসঙ্গে শিল্পাঞ্চল থানার এসআই মোহম্মদ শাখাওয়াত হোসেন বলেন, ‘সকাল থেকে কয়েকটি রুটে বাস ছেড়ে গেছে। তবে খুব বেশি যাত্রী ছিল না। সব কিছু ঠিকা রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।