ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

রাজপথে ছাত্রদলের পদপ্রত্যাশীরা

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২২, ২০১৪ ৭:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

BBনিজস্ব প্রতিবেদক

বরাবরের মতো হরতালে রাজধানীতে বিএনপির কোনো নেতাকে রাজপথে দেখা যায়নি। তবে হরতালের সমর্থনে রাজধানীর বিভিন্নস্থানে ঝটিকা মিছিল করেছে ছাত্রদলের পদপ্রত্যাশীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যম্পাস, শাহবাগ, সেগুন বাগিচা, মতিঝিল ও বেইলি রোডে হওয়া এসব ঝটিকা মিছিলে নেতৃত্ব দেন ছাত্র দলের নতুন কমিটিতে পদ প্রত্যাশী ছাত্র নেতা  আকরাম, মামুনুর রশিদ মামুন, মনিরুল ইসলাম সোহাগ, এজমল হোসেন পাইলট, রেজিন, আরেফিন ও মফিজুল ইসলাম আশিক।
সোমবার সকাল ৭টার দিকে হরতালের সমর্থনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকায় পৃথকভাবে মিছিল করে ছাত্রদল। এসব মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদল নেতা আকরাম,
মামুন-অর রশিদ মামুন ও এজমল হোসেন পাইলট। এদিকে একটি মিছিল থেকে ৪ ছাত্রদলকর্মীকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। আটককৃতরা হলেন- শাওন,
খোরশেদ ও লাবু। তবে আরেকজনের নাম জানা যায়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে তাদের আটক করা হয়।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ছাত্রদলের চারজনকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছেন।
অপরদিকে একটি মিছিল থেকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সামনে একাধিক গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শী ও মিছিলে অংশগ্রহণকারীদের সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশ থেকে একটি মিছিল বের হয় ছাত্রদল নেতা আকরামুল হকের নেতৃত্বে। মিছিলটি ক্যাম্পাস ঘুরে টিএসসি যাওয়ার চেষ্টা করলে সেখান থেকে চারজনকে আটক করে পুলিশ। বাকিরা পালিয়ে যায়।
আরেকটি সূত্র জানিয়েছে, ভোর ৭টার দিকে বারডেম হাসপাতালের সামনে থেকে ছাত্রনেতা মামুন-অর রশিদ মামুন ও এজমল হোসেন পাইলটের নেতৃত্বে একটি মিছিল বের করা হয়। সেই মিছিলে অর্থ সম্পাদক ফয়জুল্লাহ ফয়েজ ও সাবেক ছাত্রদল নেতা আশরাফ বাবুসহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সরদার আমিরুল ইসলাম সাগর, সুফিয়ান ও রনিসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিলটি শাহবাগ মোড় হয়ে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে একটি সমাবেশ করার চেষ্টা চালায়। এসময় শাহবাগ থানা থেকে পুলিশ আসতে
দেখে সেখানে থাকা কয়েকটি গাড়িতে ভাঙচুর চালিয়ে নেতাকর্মীরা পালিয়ে যায়। তবে এই মিছিল থেকে কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এদিকে, মনিরুল ইসলাম সোহাগ ও বজলুল করিম চৌধূরী আবেদের নেতৃত্বে মতিঝিল এলাকায় হরতালের সমর্থনে মিছিল করেছে ছাত্রদল।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, মনিরুল ইসলাম সোহাগ ও বজলুল করিম চৌধূরী আবেদের নেতৃত্বে হরতালের সমর্থনে একটি মিছিল মতিঝিল এলাকা থেকে দৈনিক বাংলা মোড়ে গিয়ে শেষ হয়। ছাত্রনেতা রেজিন ও আরেফিনের নেতৃত্বে সেগুন বাগিচায় এবং মফিজুল ইসলাম আশিকের নেতৃত্বে বেইলি রোডে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল বের করা হয় বলে জানা গেছে।
নেতাকর্মীরা জানান, হরতালে যেখানে বিএনপির কোনো নেতাকর্মী মাঠে নেই সেখানে অন্তত ঝটিকা মিছিল হলেও করেছে ছাত্রদল নেতারা। বিএনপি বা সংগঠনের সিনিয়র
নেতাকর্মীবিহীন এসব ঝটিকা মিছিল চেয়ারপারসনের মনোযোগ আকর্ষণের জন্য বলে মন্তব্য করেন নেতাকর্মীরা।