ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

বি.বাড়িয়ায় খালেদার জনসভা
বৈরি আবহাওয়ায় চিন্তিত বিএনপি

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২২, ২০১৪ ৭:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

khaleda-1ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ২৩ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া যাচ্ছেন। এজন্য   উৎসবের আমেজ বিরাজ করলেও বৈরী আবহাওয়ায় বেশ চিন্তিত জেলা বিএনপির নেতাকর্মীরা।
বিএনপি দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবারের মহাসমাবেশকে ঘিরে স্থানীয় বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীরা পুরোপুরি তৈরি। তারা মনে করেন বর্তমান সরকারের বিরুদ্ধে স্মরণকালের মহাসমাবেশ হবে ব্রাহ্মণবাড়িয়ায়। তাই পুরো জেলাকে সাজিয়েছেন নতুন সাজে।
নিয়াজ মো. উচ্চ বিদ্যালয়ের মাঠে সমাবেশকে ঘিরে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। তবে গত ২/৩ দিন ধরে টানা বৃষ্টির কারণে চিন্তিত জোটের নেতাকর্মীরা। আবহাওয়া এমন থাকলে কী হবে এমন চিন্তায় রয়েছেন তারা।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. জহিরুল ইসলাম খোকন জানান, জেলায় নেত্রীর এই সমাবেশটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি দুই লাখ লোকের এক ঐতিহাসিক সমাগম ঘটবে এ সমাবেশে। তবে টানা বৃষ্টির কারণে আমরা চিন্তিত। বিকল্প কিছু ব্যবস্থা করা যায় কিনা আমরা ভাবছি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জিল্লুর রহমান জানিয়েছেন, এ সমাবেশে দলীয় সভানেত্রী আগামী দিনের আন্দোলন সংগ্রামের দিক নির্দেশনা দিবেন বলে আমরা আশা করছি। বৈরি আবহাওয়া নিয়ে আমরা কিছুটা চিন্তিত। তবে সমাবেশ হবেই এটির জন্য আমরা ব্যবস্থা নিয়ে রাখবো।