নিজস্ব প্রতিবেদক
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মো. ওজায়ের নামের এক ব্যক্তির জুতার ভেতর থেকে ২৪টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস, শুল্ক ও গোয়েন্দা বিভাগ। এসময় ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
সোমবার সকাল সোয়া ১১টার দিকে স্বর্ণসহ তাকে আটক করা হয়। আটককৃত ওজায়েরের বাড়ি চাদঁপুর জেলার ফরিদগঞ্জে।
শুল্ক ও গোয়েন্দা বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য সোয়া কোটি টাকা। ওজায়ের দুবাই থেকে সকাল ১১টায় (এফ২৫৮৩) দুবাই ফ্লাইটে শাহজালাল বিমান বন্দরে অবতরণ করেন। এসময় তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় তার দেহ তল্লাশি করে গোয়েন্দা বিভাগের সদস্যরা। এসময় তল্লাশিতে তার জুতার ভেতরে ২৪টি স্বর্ণের বার পাওয়া যায়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওজায়ের জানিয়েছেন, তিনি এ পর্যন্ত মোট ৪ বার দুবাই যাওয়া আসা করেছেন। তার পাসপোর্ট নম্বর ই-১৪৫২৯৮৫।