লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর জেলার আমানি এবং সীমান্তবর্তী নোয়াখালীর চাটখিলে পুলিশ ২ মণ বিস্ফোরক দ্রব্য ও বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে।
রোববার রাতে চন্দ্রগঞ্জ থানার আমানি লক্ষ্মীপুর এবং সীমান্তবর্তী নোয়াখালীর চাটখিলে বালিয়াধর গ্রামের ব্যাপারিবাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে এসব উদ্ধার করা হয়।
এ ঘটনায় চন্দ্রগঞ্জ থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে সন্ত্রাসী আরজুর, কাসেম ও মামুনসহ তিন জনকে আটক করেছে। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মোহাম্মদ নুর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বোমা তৈরির মালামাল ও প্রায় ২ মণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়। এসময় ৩ জনকে আটক করা হয়েছে।