ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

কারো প্রেসক্রিপশনে র‌্যাবের বিষয়ে সিদ্ধান্ত নয়

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২২, ২০১৪ ১০:৫১ পূর্বাহ্ণ
Link Copied!

Kamal-ministerনিজস্ব প্রতিবেদক

র‌্যাবকে দায়মুক্তি না দেয়ার বিষয়ে সরকারকে ইউরোপীয় পার্লামেন্ট যে আহ্বান জানিয়েছে তার সমালোচনা করে স্বরাষ্ট্রপ্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘র‌্যাব দেশীয় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই বাহিনীর মধ্যে কেউ দোষী হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। কারো প্রেসক্রিপশনে র‌্যাবের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়া হবে না।’
প্রতিমন্ত্রী আরো বলেন, ‘আমাদের আইন রয়েছে, সুপ্রিম কোর্ট রয়েছে, তাই আইনের ঊর্ধ্বে কেউ নেই।’
সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশের বিশেষ বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে দায়মুক্তি না দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট।
ঐদিন বাংলাদেশে মানবাধিকার এবং হত্যা, গুম, খুন, লুট, আইনশৃঙ্খলা বাহিনীর নামে নাগরিকদের অপহরণ, খুন, বিনা বিচারে হত্যা এসব বিষয় নিয়ে বিতর্ক হয়।
নির্ধারিত বিতর্কের শিরোনাম ছিল- হিউম্যান রাইটস ভায়োলেশন ইন বাংলাদেশ (২০১৪/২৮৩৪ (আরএসপি)।
বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার লঙ্ঘন, আইনের শাসন ভুলুণ্ঠিত এবং আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে এলিট ফোর্স র‌্যাব ও ডিবির নামে রাজনৈতিক নেতা, কর্মী ও সাধারণ নাগরিকদের চোখ মুখ বেঁধে ধরে নিয়ে পরবর্তীতে পরিবারের কাছে লাশ না দেয়া, র‌্যাব বিলুপ্তি, ইলিয়াস আলীর সন্ধান ইত্যাদি দাবি নিয়ে পার্লামেন্টে এই নির্ধারিত বিতর্কে সরকারের কঠোর সমালোচনা করা হয়।
প্রসঙ্গত, সংবিধানের ষোড়শ সংশোধনীর প্রতিবাদে আজ সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে ২০ দলীয় জোট।