নিজস্ব প্রতিবেদক
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব বর্তমানে প্রাইভেটিইজেশনের চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামানের মুক্তিযোদ্ধা সনদ স্থগিত করা হয়েছে। মিথ্যা তথ্য দিয়ে মুক্তিযোদ্ধা সনদ নেয়ার অভিযোগে তার এ ভুয়া সনদ স্থগিত করা হয়।
একইসঙ্গে অন্য ৪ সচিবের সনদ বাতিলের আদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
মন্ত্রী বলেন, ‘দুর্নীতি দমন কমিশনের সুপারিশে ৫ সচিবের মধ্যে মোল্লা ওয়াহিদু্জ্জামান সনদ নেয়ার ৫টি প্রক্রিয়ার মধ্যে ৪টি ধাপ পূরণ করেছেন। জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) পক্ষ থেকে তার জন্য সুপারিশ এসেছে। এর জন্য তার সনদ স্থগিত করা হয়েছে।’
আজ জনপ্রশাসন মন্ত্রণালয়কে চার সচিবের বিরুদ্ধে গেজেট প্রকাশ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে চিঠি দেয়া হয়েছে।
চার সচিব হলেন- স্বাস্থ্য এএনএম নিয়াজ উদ্দিন, সরকারি কর্ম কমিশন (পিএসসি) সচিব একেএম আমীর হোসেন, মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক সচিব কেএইচ মাসুদ সিদ্দিকী এবং একই মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব আবুল কাশেস তালুকদার (ওএসডি)।