ঢাকাসোমবার , ২২ সেপ্টেম্বর ২০১৪
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. কৃষি ও অন্যান্য
  5. খেলাধুলা
  6. গল্প ও কবিতা
  7. জাতীয়
  8. তথ্যপ্রযুক্তি
  9. দেশজুড়ে
  10. ধর্ম ও জীবন
  11. প্রবাস
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশেষ প্রতিবেদন
  15. মুক্তমত
আজকের সর্বশেষ সবখবর

মুক্তিপণ ছাড়াই তুর্কী বন্দীদের ছাড়িয়ে আনা হয়েছে

দৈনিক পাঞ্জেরী
সেপ্টেম্বর ২২, ২০১৪ ১১:৪৫ পূর্বাহ্ণ
Link Copied!

okzib3n9পাঞ্জেরী ডেস্ক

তুরস্কের প্রেসিডেন্ট তাইপে এরদোগানগান বলেছেন, কোনোরকম মুক্তিপণ ছাড়াই জঙ্গি গোষ্ঠী ইসলামি স্টেটের কাছ থেকে তুর্কি বন্দীদের মুক্ত করা হয়েছে। রোববার নিউ ইয়র্কের উদ্দেশ্যে তুরস্ক ছাড়ার আগে আঙ্কারায় তিনি এ কথা বলেন।
এরদোগান দাবি করেন, ‘শুধুমাত্র কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনার মাধ্যমে পণবন্দিদের মুক্ত করা হয়েছে। এটি একটি কূটনৈতিক বিজয়।   আইএসআইএলের সঙ্গে কোনো ধরনের লেনদেন হয়নি। মুক্তিপণ দেয়া হয়নি।’
শনিবার উত্তর ইরাকে তৎপর সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএলের হাত থেকে ৪৬ জন পণবন্দিকে উদ্ধার করে তুরস্ক। এসব বন্দি তিন মাসের বেশি সময় ধরে সন্ত্রাসী গোষ্ঠীর হাতে আটক ছিলেন। মুক্ত ব্যক্তিদের মধ্যে ছিলেন তুরস্কের কনসাল জেনারেল, কূটনীতিকের ছেলে-মেয়ে এবং স্পেশাল ফোর্সের কয়েকজন সেনা।
পণবন্দিরা মুক্ত হওয়ার পর তুরস্ক তার অবস্থানে পরিবর্তন করতে পারে বলে এরদোগান ইঙ্গিত দিয়েছে। দেশটি দীর্ঘদিন থেকে বলে আসছিল, আইএসের কাছে তাদের নাগরিক আটক থাকায় তারা ওই সব সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে পারছে না। আইএসকে মদদ দেয়ারও অভিযোগ রয়েছে তুরস্কের বিরুদ্ধে।