পাঞ্জেরী ডেস্ক
তুরস্কের প্রেসিডেন্ট তাইপে এরদোগানগান বলেছেন, কোনোরকম মুক্তিপণ ছাড়াই জঙ্গি গোষ্ঠী ইসলামি স্টেটের কাছ থেকে তুর্কি বন্দীদের মুক্ত করা হয়েছে। রোববার নিউ ইয়র্কের উদ্দেশ্যে তুরস্ক ছাড়ার আগে আঙ্কারায় তিনি এ কথা বলেন।
এরদোগান দাবি করেন, ‘শুধুমাত্র কূটনৈতিক ও রাজনৈতিক আলোচনার মাধ্যমে পণবন্দিদের মুক্ত করা হয়েছে। এটি একটি কূটনৈতিক বিজয়। আইএসআইএলের সঙ্গে কোনো ধরনের লেনদেন হয়নি। মুক্তিপণ দেয়া হয়নি।’
শনিবার উত্তর ইরাকে তৎপর সন্ত্রাসীগোষ্ঠী আইএসআইএলের হাত থেকে ৪৬ জন পণবন্দিকে উদ্ধার করে তুরস্ক। এসব বন্দি তিন মাসের বেশি সময় ধরে সন্ত্রাসী গোষ্ঠীর হাতে আটক ছিলেন। মুক্ত ব্যক্তিদের মধ্যে ছিলেন তুরস্কের কনসাল জেনারেল, কূটনীতিকের ছেলে-মেয়ে এবং স্পেশাল ফোর্সের কয়েকজন সেনা।
পণবন্দিরা মুক্ত হওয়ার পর তুরস্ক তার অবস্থানে পরিবর্তন করতে পারে বলে এরদোগান ইঙ্গিত দিয়েছে। দেশটি দীর্ঘদিন থেকে বলে আসছিল, আইএসের কাছে তাদের নাগরিক আটক থাকায় তারা ওই সব সন্ত্রাসীর বিরুদ্ধে লড়াইয়ে অংশ নিতে পারছে না। আইএসকে মদদ দেয়ারও অভিযোগ রয়েছে তুরস্কের বিরুদ্ধে।