পাঞ্জেরী ডেস্ক
রাশিয়ার রাজধানী মস্কোর রাজপথে নেমে এসেছে আক্ষরিক অর্থেই হাজার হাজার মানুষ। ইউক্রেনের পূর্বাঞ্চলীয় প্রদেশসমূহকে ঘিরে রুশ কূটনীতির সমালোচনা করে ও শান্তি কামনা করে এ মিছিল আয়োজন করা হয়।
প্রায় এক বছর ধরে রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধাবস্থা বিরাজ করে চলেছে। এ নিয়ে রাশিয়ায় ইতোপূর্বে ছোটখাটো মিছিলে জনগণ সংগঠিত হলেও হাজারও মানুষের উপস্থিতিতে এমন মিছিল এই প্রথম।
মিছিলে রাশিয়া ও ইউক্রেনের পতাকার সহাবস্থান ছিল লক্ষণীয়। এতে উচ্চারিত স্লোগানগুলো ছিল-
‘আমরা একতাবদ্ধ’
‘পুতিন, তোমার মিথ্যাচারে আমি ক্লান্ত’
‘ইউক্রেনের সঙ্গে যুদ্ধ চাই না’
‘যুদ্ধকে ‘না!’’
যুদ্ধবিরোধী এ মিছিলের অন্যতম সংগঠক ও রাশিয়ার অন্যতম প্রধাস কূটনৈতিক সমালোচক বরিসে নেমসভ বলেন, ‘পুতিন মানেই যুদ্ধ। তিনি যুদ্ধপার্টির নেতা।’
তিনি আরও বলেন, ‘আমরা যদি বিপুল হয়ে জমায়েত হতে পারি, তাহলে পুতিন ভয় পাবেন। তিনি জনগণকে ভয় করেন। শুধুমাত্র রুশ নাগরিকরাই থামাতে পারে তাকে।’
রুশ পুলিশ বাহিনীর দেয়া তথ্যমতে মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যা প্রায় ৫ হাজার।